কলকাতা ব্যুরো: ১০ কট্টর জঙ্গির নাম প্রকাশ করলো জম্মু কাশ্মীর পুলিশ। ইন্সপেক্টর জেনারেল বিজয় কুমার বলেন এই ১০ জনের তালিকায় বয়স্ক যেমন আছে তেমনই নতুনরাও আছে, যারা বর্তমানে ভূস্বর্গে অপারেশন চালাচ্ছে। পুরানোদের তালিকায় নাম উঠেছে সেলিম পার্যে, ইউসুফ কান্ট্রু, আব্বাস শেখ, রেয়াজ শেটারগান্ড, ফারুখ নালি, জুবের ওয়ানি, আশরাফ মলভির। আর নতুনদের তালিকায় নাম রয়েছে, সাকিব মঞ্জুর, উমর মুস্তাক খান্ডে এবং ওয়াকিল শাহের। সোমবার রাতে নিজেই টুইট করে উপত্যকার বর্তমান জঙ্গিদের নামের তালিকা প্রকাশ করেছেন জম্মু কাশ্মীরের ইন্সপেক্টর জেনারেল।
চলতি বছরের জানুয়ারি থেকে এখনও অবধি উপত্যকায় কমপক্ষে ৮৪ জন জঙ্গিকে খতম করেছে সেনাবাহিনী। তাদের মধ্যে বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর ১২ জন কম্যান্ডারও আছে বলে জানা গিয়েছে। তালিকার প্রথমেই যার নাম রয়েছে সেই সেলিম পার্যে হাজিন শহরের বাসিন্দা এবং বিগত ৪ বছর ধরে উপত্যকায় সক্রিয়। বহিরাগত (দেশের বাইরে) জঙ্গিদের জম্মু কাশ্মীরের হাজিনে ঘাঁটি গড়তে বিশেষ সাহায্য করতো সে।
অন্যদিকে ইউসুফ কান্ট্রো আলিয়াস ইসা বুদ্গামের বাসিন্দা। আর সেখান থেকেই লস্কর জঙ্গিগোষ্ঠীর কম্যান্ডার হিসাবে কাজ চালিয়ে যেত। ইউসুফকে জম্মু কাশ্মীরের সবচেয়ে ভয়ঙ্কর জঙ্গি হিসাবে আখ্যা দেওয়া হয়, যার A++ গ্রেড রয়েছে।