কলকাতা ব্যুরো : লিজ জোশ পেলিসেরি নির্দেশিত মালায়ালি ছবি জাল্লিকাট্টু। জাল্লিকাট্টু আসলে তামিলনাড়ুর একটি উৎসবের নাম। মানুষের সঙ্গে ষাড়ের লড়াই হয় এই উৎসবে। যুগ যুগ ধরে তামিলনাড়ুতে চলে আসছে এই উৎসব। এই উৎসবকে কেন্দ্র করেই তৈরি হয়েছে মালায়ালি ছবি জাল্লিকাট্টু। ২০২১ সালের নব্বইতম অস্কার পুরস্কারের জন্য ভারতের তরফ থেকে “জাল্লিকাট্টু” ছবি অস্কারে মনোনয়নের জন্য পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অস্কারে ভারতের মনোনয়ন পাওয়ার দৌড়ে সাতাশটি সিনেমার মধ্যে থেকে বেছে নেওয়া হয় এই সিনেমাটিকে।
সিনেমাটির মনোনয়ন পাওয়া নিয়ে ভারতীয় ফিল্ম ফেডারেশানের বিচারকমণ্ডলীর প্রধান রাহুল রোয়াইল এর মুখে সিনেমাটির থিম নির্দেশনা ও প্রযোজনার মানের উচ্ছ্বসিত প্রশংসা শোনা গেল। তিনি জানান সিনেমাটির মাধ্যমে মানুষের ভেতরের অন্ধকার দিকটা খুব ভালো করে ফুটিয়ে তোলা হয়েছে। বিচারকদের প্রত্যেকেরই সিনেমাটি দেখে মুগ্ধ হয়েছেন এবং ভূয়সী প্রশংসা করেছেন।
ইস হরিশ এর ছোট গল্প “মাওইস্ট” অবলম্বনে তৈরি এই সিনেমাটি ২০১৯ ডেকে টরেন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব সহ একাধিক ফিল্ম ফেস্টিভ্যালে এই সিনেমাটি দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। সিনেমাটির নির্দেশক লিজ জোস পেলিসেরী তার কাজের জন্য ৫০ তম ভারতীয় চলচ্চিত্র উৎসবে সেরা নির্দেশকের পুরস্কার পান।