কলকাতা ব্যুরো: নাম না করে এবার ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিঁধলেন রাজ্যপাল। শনিবার হলদিয়ায় শ্রমিক সমাবেশের মঞ্চ থেকে বিচারপতিদের একাংশের দিকে আঙুল তুলেছিলেন তিনি। রবিবার বাগডোগরা বিমানবন্দরে পৌঁছে সে প্রসঙ্গে মুখ খুললেন জগদীপ ধনকড়। অবিলম্বে মুখ্যসচিবকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ রাজ্যপালের।

শনিবার হলদিয়ায় শ্রমিক সমাবেশের মঞ্চ থেকে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, আমার বলতে লজ্জা লাগে বিচারব্যবস্থায় ১-২ জন এমন আছেন, যাঁরা সম্পূর্ণ যোগসাজশে তল্পিবাহক হিসাবে কাজ করছেন। ১ শতাংশ হবে। কিছু হলেই সিবিআই দিচ্ছে। খুনের মামলায় স্থগিতাদেশ দিচ্ছে। শুনেছেন কোনওদিন? আদালত নিরাপত্তা দিতে পারে। অধিকার আছে। তা বলে স্থগিতাদেশ? আপনার যদি মনে হয় সত্যি কথা বলার জন্য ব্যবস্থা নেবেন তো নিতে পারেন। আমার তাতে কিছু যায় আসে না। ক্যামেরার সামনে সত্যি কথা ২ হাজার বার বলব। ১০ হাজার বার বলব। সত্যি বলতে আমার বিবেকে বাধে না।

রবিবার সে প্রসঙ্গে নাম না করে অভিষেককে খোঁচা দেন রাজ্যপাল। তিনি বলেন, এসএসসি মামলায় সিবিআই নির্দেশ দিয়েছেন যে বিচারপতি, তাঁকে আক্রমণ করা নিন্দনীয়। একজন সাংসদ যাবতীয় সীমা ছাড়িয়েছেন। সাংবিধানিক প্রতিষ্ঠানকে বেনজির আক্রমণ করেছেন। বিচারব্যবস্থাকে আক্রমণ আশঙ্কাজনক। শনিবার যা হয়েছে, তার জন্য মুখ্যসচিব বলছি অবিলম্বে পদক্ষেপ করুন।

তবে এদিন বিকেলেই রাজ্যপালের জবাবের পালটা দিয়েছেন অভিষেক। অভিষেকের টুইট, কে সীমারেখা অতিক্রম করছেন, তা মানুষই দেখছেন।

রাজ্য ও রাজ্যপাল সংঘাত নতুন নয়। দায়িত্ব নেওয়ার পর থেকে বারবার সংঘাতে জড়িয়েছে উভয়পক্ষ। কখনও শিক্ষা আবার কখনও প্রশাসনিক ক্ষেত্র নিয়ে সুর চড়িয়েছেন তিনি। রবিবার দার্জিলিং যাওয়ার পথে বাগডোগরা বিমানবন্দরের সামনে দাঁড়িয়ে রাজ্যপালের এই মন্তব্যে দু’পক্ষের সংঘাত যে আরও প্রকট হল, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।

Share.
Leave A Reply

Exit mobile version