কলকাতা ব্যুরো; গ্রীষ্ম নয়, শীতেই দার্জিলিং যাচ্ছেন রাজ্যপাল জগদীপ ধনকর। বাংলার রাজ্যপালের শীতকালীন আবাস কলকাতার রাজভবনে আর গ্রীষ্মকালীন আবাস দার্জিলিং-এর রাজভবন। কিন্তু দিন কয়েকের মধ্যেই এক মাসের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন বাংলার রাজ্যপাল। দার্জিলিং কে কেন্দ্র করে তিনি থাকলেও তার ওই সফরে তিনি উত্তরবঙ্গের জেলাগুলোর পরিস্থিতি খতিয়ে দেখবেন। কথা বলবেন প্রশাসন ও স্থানীয় মানুষের সঙ্গেও।

সাম্প্রতিক অতীতে রাজ্য সরকারের সঙ্গে যখন তার উত্তপ্ত বাক্য বিনিময় চলছে তখনই রাজ্যপাল জানিয়েছিলেন, তিনি এবার পরিস্থিতি খতিয়ে দেখতে উত্তরবঙ্গে যাওয়ার পরিকল্পনা করছেন। তা যে নেহাত কথার কথা নয়, তা স্পষ্ট তার সফরসূচি থেকেই। তবে বিষয়টিকে রাজ্য কিভাবে দেখে এখন সেটাই দেখার। কারণ সাম্প্রতিক অতীতে রাজ্যপালের জেলা সফর, প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক, আইন শৃঙ্খলার প্রশ্নে রাজ্য পুলিশের ডিজিপির কাছে বারেবারে কৈফিয়ত তলব আদৌ ভালো চোখে দেখেনি রাজ্যের শাসক দল তৃনমূল কংগ্রেস। এক মাসের উত্তরবঙ্গ সফরে তিনি যে নেহাত বিশ্রাম নিতে বা ছুটি কাটাতে যাচ্ছেন না, তাও বেশ স্পষ্ট। এই পরিপ্রেক্ষিতে বিষয়টির ওপর নজর থাকবে রাজনৈতিক মহল সহ সব পক্ষেরই।

Share.
Leave A Reply

Exit mobile version