কলকাতা ব্যুরো: প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে গিয়েও রাজ্য বিধানসভা ভোট সম্পর্কে মন্তব্য করলেন রাজ্যপাল জাগদীপ ধনকার। তার বক্তব্য, রাজ্যের সাংবিধানিক প্রধান হিসেবে তিনি চান, রাজ্যে বিধানসভা ভোট স্বচ্ছ এবং নিরপেক্ষভাবে হোক। সাংবিধানিক প্রধান হিসেবে এই ভাবে নির্বাচন করানো দায়িত্ব বলে মনে করেন রাজ্যপাল।

তার কথায়, কোন সরকারি অফিসার রাজনীতির দাঁড়া প্রভাবিত হবেন না। হিংসামুক্ত নির্বাচন করার ব্যাপারে তিনি শপথ নিয়েছেন বলেও দাবি করেন রাজ্যপাল। পুলিশের নিচুতলার সম্পর্কে যথেষ্ট আশাবাদী রাজ্যপাল। তার কথায়, এ রাজ্যের পুলিশের নিচুতলা যেভাবে প্রতিটি বিপর্যয় এবং আইন-শৃঙ্খলা রক্ষায় কাজ করে চলেছেন, তা যথেষ্ট প্রশংসার দাবি রাখে। তবে উপরতলার সম্পর্কে কিছু মানুষের ক্ষোভ থাকতে পারে। যদিও এর পরেই তার বক্তব্য, এ নিয়ে আমি কিছু বলবো না।

অষ্টমীর সন্ধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব বাবুকে দেখে বেরিয়ে এসে রাজ্যপালের আগামী বিধানসভা ভোট নিয়ে বক্তব্য প্রসঙ্গে অবশ্য রাজ্যের শাসক বা বিরোধী কেউই কোনো মন্তব্য করেননি।

Share.
Leave A Reply

Exit mobile version