কলকাতা ব্যুরো: দেশের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় চতুর্থ স্থানে যাদবপুর বিশ্ববিদ্যালয়, অষ্টম স্থানে কলকাতা বিশ্ববিদ্যালয়। শুক্রবার ন্যাশনাল ইনস্টিটিউট র‍্যাঙ্কিং (NIRF Ranking) ফ্রেমওয়ার্কের তালিকা প্রকাশ করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। ২০২১-এ কলকাতা বিশ্ববিদ্যালয় চতুর্থ স্থান পেয়েছিল। কিন্তু এবছর কেন্দ্রের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকা কলকাতা বিশ্ববিদ্যালয় অনেকটাই নীচে নেমে অষ্টম স্থান পেয়েছে।

শুক্রবারই প্রকাশিত হয়েছে NIRF’ (NIRF Ranking) এর তালিকা। তাতে দেখা যাচ্ছে, প্রথম স্থানে IISc, বেঙ্গালুরু। দ্বিতীয় ও তৃতীয় স্থানে দুই বিতর্কিত বিশ্ববিদ্যালয় – জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় ও জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়। চতুর্থ স্থানেই রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। আর অষ্টম স্থানে ঠাঁই পেয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়।

একনজরে দেখে নিন দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা –

প্রথম: ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, বেঙ্গালুরু
দ্বিতীয়: জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়
তৃতীয়: জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়
চতুর্থ: যাদবপুর বিশ্ববিদ্যালয়
পঞ্চম: অমৃতা বিশ্বপীঠ
ষষ্ঠ: বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়
সপ্তম: মণিপাল অ্যাকাডেমি
অষ্টম: কলকাতা বিশ্ববিদ্যালয়
নবম: ভেলোর ইনস্টিটিউট অফ টেকনোলজি
দশম: হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়

ইঞ্জিনিয়ারিং ও প্রযুক্তি ক্ষেত্রেও দেশের কোন বিশ্ববিদ্যালয়ের পারফরম্যান্স কেমন, তারও তালিকা প্রকাশ করেছে NIRF (NIRF Ranking) সেই তালিকা অনুযায়ী, আইআইটি গুলির মধ্যে প্রথম স্থানে মাদ্রাজ। ২০২১ সালেও প্রথম স্থানে ছিল এই শিক্ষা প্রতিষ্ঠান। এ বছর আইআইটি, মাদ্রাজের গবেষণা বিভাগটি আলাদাভাবে বিশেষ প্রশংসা কুড়িয়েছে। ষষ্ঠ স্থানে রয়েছে আইআইটি, খড়গপুর। দেশের পাঁচটি ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের মধ্যে তৃতীয় স্থানে রয়েছে কলকাতার প্রতিষ্ঠানটি অর্থাৎ IIM, জোকা। প্রথম স্থানে যথারীতি IIM, আহমেদাবাদ।

কলেজগুলির মধ্যে দেশের সেরা মিরান্ডা হাউস, নয়াদিল্লি। এই তালিকায় বেশিরভাগ কলেজই দিল্লির। কলকাতার সেন্ট জেভিয়ার্স ও রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, বেলুড়ের ঠাঁই হয়েছে প্রথম দশের মধ্যে। সেন্ট জেভিয়ার্স অষ্টম স্থানে ও রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, বেলুড়ের স্থান নবম। তবে ফার্মেসি, মেডিক্যাল ও ডেন্টাল গবেষণায় বাংলার কোনও প্রতিষ্ঠানের ঠাঁই হয়নি NIRF’ (NIRF Ranking) এর তালিকায়।

রাজ্যের একাধিক শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রীয় তালিকায় ঠাঁই পাওয়ায় উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি টুইটে শুভেচ্ছা জানিয়েছেন।

Share.
Leave A Reply

Exit mobile version