কলকাতা ব্যুরো: আফগানিস্তান থেকে ফিরে তালিবানের আতঙ্কের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শোনালেন এক আইটিবিপি জওয়ান। কর্নাটকের বাসিন্দা রবি নীলাকর নামে ওই জওয়ান সম্প্রতি দেশে ফিরেছেন। নিরাপদে ফেরার পর নীলাকর বলছেন, দুশোর বেশি ভারতীয় সেনার উপর হামলা করেছিল তালিবান। অনেকেই আহত হয়েছেন। কেড়ে নিয়েছে জওয়ানদের দামি দামি জিনিসপত্র। এমনকী বিমানে উঠতেও বাধা দেওয়া হয়।
প্রসঙ্গত, আফগানিস্তানে তালিবান দখল নেওয়ার পর সেই দেশের অবস্থা টালমাটাল। তালিবানি শাসন থেকে বাঁচতে হাজার হাজার আফগান দেশ ছেড়ে পালিয়েছেন। আফগানিস্তানে কর্মরত ভারতীয়দের নিরাপদে ফিরিয়ে আনার কাজ দ্রুতগতিতে চলছে। রোজই কয়েকশো ভারতীয়কে দেশে ফেরানো হচ্ছে। সোমবার সকালেও ১৪৬ জন ভারতীয় নাগরিক দেশে ফিরেছেন। তাঁদের মধ্য ভারতীয় দূতাবাসের কর্মী ও দূতাবাসের নিরাপত্তায় মোতায়েন সেনারা রয়েছেন। তেমনই একজন ভারতীয় জওয়ান রবি নীলাকর।
কর্নাটকের গাদাগ জেলার বলাগানুর গ্রামের ছেলে রবি ১২ বছর আগে ইন্দো-তিব্বত বর্ডার পুলিশে যোগ দেন ৷ গত দু’বছর ধরে তিনি আফগানিস্তানে ভারতীয় দূতাবাসের সিকিউরিটি কমান্ডার হিসেবে কর্মরত ছিলেন। তালিবানরা আফগানিস্তানে ঢুকতেই কেন্দ্র সরকারের তরফে দ্রুত পদক্ষেপ নিয়ে আইটিবিপি জওয়ানদের এয়ারলিফ্ট করে নিরাপদে দেশে ফিরিয়ে আনা হয় ৷
বর্তমানে দিল্লিতে কোয়ারান্টিনে থাকা রবি নীলাকর তালিবানি সন্ত্রাসের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন। তিনি বলেন, দুশো-র বেশি ভারতীয় সেনার উপর হামলা চালায় তালিবানরা। অল্প হলেও আমার চোট লাগে। আফগানিস্তানে থাকাকালীন একটা নতুন টিভি কিনেছিলাম ৷ সেটাও তালিবানরা চুরি করে নেয়। এমনকি বিমানে উঠতে গেলে ওরা বাধা দিচ্ছিল। তবে শেষ পর্যন্ত নিরাপদেই দেশে ফিরে আসেন তিনি। আরটিপিসিআর পরীক্ষার পর কর্নাটকে নিজের বাড়িতে ফেরার অপেক্ষা করছেন রবি।