মৈনাক শর্মা
ইসরায়েল ও পেলেস্টিনের চলা ১১ দিনের যুদ্ধের সমাপ্তির জন্যে রাজি দুই পক্ষই। প্যালেস্টাইনের লোকেদের জেরুজালেমের শেখ জেররাহা এলাকা খালি করতে নির্দেশ দিতেই শুরু হয় বিরোধ। গাজা উপত্যকা থেকে হামাস গোষ্ঠির ছোড়া রকেটে প্রাণ হারায় সৌম্য সহ আরো ২ থাইল্যান্ড নাগরিক। ৩০ বছরের কেরলের বাসিন্ধা সৌম্য সন্তোষ নার্সের কাজ করতেন গাজা উপত্যকা র কাছের শহর ইসরায়েলের আশকেলনে। এক বৃদ্ধ কে দেখা সোনার দায়িত্বে ছিলেন তিনি। হামাসে র রকেট হামলায় প্রাণ হারায় ভারতীয় কন্যা । গুরুতর আহত হয় সৌম্যের দায়িত্বধিন ওই বৃদ্ধা।
হামসে র রকেট হামলার জবাব দেয় ইসরায়েলের আইরন ডোম। প্রায় ৯০ শতাংশ রকেটকেই নষ্ট করে ইসরায়েল। তবে কি ভাবে মারা যায় সৌম্য সহ্ ইসরায়েল নাগরীক?
ইসরায়েল সংবাদ মাধ্যমে র তথ্য অনুযায়ী বেশীর ভাগ রকেট আইরন ডোম নষ্ট করলেও , ওই সুরক্ষা ডোমের ব্যাটারির চার্জ শেষ হয়ে যাওয়ার জন্যে বেশ কিছু রকেট বিস্ফোরণ ঘটায় আশকেলন শহরে।
সৌম্যের মৃত্যুর শোক প্রকাশ করে ভারতে থাকা তার পরিবারের সমস্ত আর্থিক দায়িত্ব নেয় ইসরায়েল সরকার। তাছাড়া ভারত ও ইসরাইলের সম্পর্ক কে মাথায় রেখে সৌম্যর কাজের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশেষ নাগরিক সম্মান দায় ইসরায়েল সরকার। রাষ্ট্র সঙ্গে দিল্লির সমর্থণ পায় ইসরায়েল। এমনকি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ইসরাইলের পাশে দাঁড়ায় ভারতীয় জনতা । করোনা মোকাবিলায় থেকে শুরু করে ভারত সীমান্তে সুরক্ষা সর্বত্রই পাশে ইসরায়েল। তাই ভারত কন্যা সৌম্য কে সাহায্যের মাধ্যমেই কটনৈতিক সম্পর্ক মজবুতি র লক্ষ্য ইসরায়েল।