কলকাতা ব্যুরো : অ্যাডভেঞ্চার কে না ভালোবাসে! আর বাইক চড়ে পাহাড়ে পাহাড়ে ঘোরার মত আনন্দ এখন তো ভীষণই পপুলার। দার্জিলিং বলুন বা মানালি একটা বাইক পেলেই হলো। সামনে আপনি পেছনে বন্ধু বা বান্ধবী বসিয়ে ঘুরে চষে ফেলুন পাহাড়। এই সব স্পোর্টস আর পাহাড় প্রেমীদের জন্য এবার এগিয়ে এলো আইআরসিটিসি।

পুজোর আগেই এই সংস্থা ব্যাবস্থা করছে বাইক ট্যুরের। শিলং পাহাড়ে। এতদিন দেশ বিদেশের জনপ্রিয় জায়গাগুলোতে প্যাকেজ ট্যুরের ব্যাবস্থা করে এসেছে ইন্ডিয়ান রেল ক্যাটারিং অ্যান্ড টুরিজম করপোরেশন লিমিটেড। এবার পাহাড় আর স্পোর্টস প্রেমীদের কথা মাথায় রেখে বাইক ট্যুরের পরিকল্পনা নিয়েছে তারা। প্রথম পর্বে তারা শিলং পাহাড়কে বেছে নিয়েছে বলে খবর পাওয়া মিলেছে। শিলং এর এক পাহাড় থেকে আর এক পাহাড় বাইক নিয়ে পাড়ি দেওয়া যাবে এই ট্যুরে। বাইক আর ভ্রমণের সব ব্যবস্থাই করে দেবে আইআরসিটিসি। সঙ্গে দুজন প্রশিক্ষিত গাইড।

বাইক প্রেমীদের কাছে এই পরিকল্পনা জনপ্রিয় হবে বলে আশা আইআরসিটিসির। ভবিষ্যতে ওই সংস্থা সিকিম আর দার্জিলিং পাহাড়েও বাইক ছোটানোর পরিকল্পনা নিয়ে আসবে অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য। আর দেরি কেন? করোনা জয় করে পুজোর বুকিং টা সেরে ফেলুন এবার।

Share.
Leave A Reply

Exit mobile version