কলকাতা ব্যুরো – আজ থেকে চালু হল কলকাতায় দিনরাত ভ্রমনের জন্য সিটি ট্রাভেল পাস। এটি চালু করবে ওয়েস্টবেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন (WBTC)। এবারে ভ্রমণকারীদের জন্য আর কোন সমস্যাই থাকবেনা। এই পাস সংগ্রহ করে সারাদিন যতখুশি সরকারি এসি,নন-এসি বাস,ট্রাম ও ফেরিতে ভ্রমন কড়া যাবে। এই সিটি ট্রাভেল পাসে মূলত সুবিধা হবে শহরবাসীর পাশাপাশি টুরিস্টদের।পাস নেওয়ার জন্য প্রতিটি পাসের মূল্য ১০০ টাকা।তবে সেক্ষেত্রে কেউ যদি ২০ ও তার বেশি কেউ যদি পাস কেনে তাহলে টিকিটের দাম মিলবে ১০ শতাংশ ছাড়। এই পাস একবার কিনে নিলে WBTC এর যেকোনো বাসে নিজের ইচ্ছেমত চড়া যাবে।এখন থেকে এসি,নন-এসি বাসে উঠলেও টিকিট কাটতে হবেনা।
এছাড়া ট্রাম ওয়ার্ল্ডে প্রবেশর জন্য কোনোরকম পাস লাগবেনা।এছাড়া এই পাস ব্যাবহার করে স্পেশাল ট্রাম পাটরাণীতে ওঠা যাবে। ফেরীর টিকিট কাউণ্টার বা বাস ও ট্রামের কনডাক্টরদের কাছ থেকে সিটি ট্রাভেল পাস কেনা যাবে। কলকাতা বিমানবন্দর, শিয়ালদহ ও হাওড়া ষ্টেশনে এই পাস মিলবে। একদিকে যেমন সরকারি বাস মালিকদের সাধুবাদ জানানো হয়েছে, সিটি ট্রাভেল পাস চালুর জন্য।অন্যদিকে বেসরকারি বাস মালিকরা ভাড়া বাড়ানোর দাবি জানায়। লকডাউনের সময় থেকে এখন ও পর্যন্ত যেভাবে বেসরকারি বাস ও মিনিবাস অস্বাভাবিক ভাড়া বাড়াচ্ছে যার ফলে সাধারন মানুষ একদিকে নাস্তানাবুদ অন্যদিকে সরকারি বাস মালিকদের উদ্যোগে সিটি ট্রাভেল পাস চালুর ক্ষেত্রে অনেকটাই স্বস্তি পেল সাধারন মানুষ।