কলকাতা ব্যুরো: দিন কয়েক আগেই কেষ্টপুরের ঘোষপাড়ায় সামনে এসেছিল চূড়ান্ত অমানবিকতার এক নজির। করোনা আক্রান্ত হওয়ার এক পরিবারের গেটে বাইরে থেকে তালা মেরে দেয় তাদেরই এই প্রতিবেশী। আবারও কেষ্টপুর এলাকায় ঘটলো একই ঘটনার পুনরাবৃত্তি। করোনা আক্রান্ত হওয়ায় আরো একটি পরিবারের গেটের বাইরে থেকে তালা ঝুলিয়ে দেয় তার প্রতিবেশীরা। এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকায়।
Previous Articleকামারহাটিতে বোমা বিস্ফোরণে মৃত ২
Next Article কাটা, ফাটা আলুই এখন গরিবের ভরসা