কলকাতা ব্যুরো: জোড়া হ্যাটট্রিকের পথে মধ্যপ্রদেশের রাজধানী ইন্দোর। দেশের সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন, দূষণহীন শহর হিসেবে পঞ্চমবারের জন্য পুরস্কৃত হল এই শহর। তার ঝুলিতে এলো ‘স্বচ্ছ সর্বেক্ষণ অ্যাওয়ার্ড ২০২১’। আগামী বছরও যদি ইন্দোরের মুকুটে এই পালক জোড়া হয়, তাহলে জোড়া হ্যাটট্রিকের অধিকারী হবে এই শহর। তবে কলকাতার নাম নেই এই তালিকায়। দীপাবলির মরশুমে শব্দবাজির দৌরাত্ম্য ঠেকাতে আতসবাজি অতিরিক্ত পোড়ানোর ফলে বাতাসে দূষণের মাত্রা বেড়েছিল। এখনও তা সেভাবে নিয়ন্ত্রণে আসেনি। আর সেই কারনেই স্বচ্ছ শহর, রাজ্যের তালিকায় জায়গা পায়নি কলকাতা।

শনিবারই কেন্দ্রের তরফে প্রকাশিত হয়েছে স্বচ্ছ শহর, রাজ্যের তালিকা। দেশের মধ্যে সবচেয়ে পরিচ্ছন্ন রাজ্যের তকমা পেয়েছে ছত্তিশগড়। কয়েকবছর ধরে পরিবেশ দূষণ রুখে স্বচ্ছতায় জোর দিতে পরিচ্ছন্ন শহর, রাজ্যের তালিকা প্রকাশ করে কেন্দ্র। শুধু তাইই নয়, তালিকার শীর্ষ স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয় কেন্দ্রের তরফে।

দেখা গিয়েছে, পরপর পাঁচ বছর সবচেয়ে দূষণমুক্ত শহর হিসেবে ইন্দোরই এক নম্বর স্থান ধরে রেখেছে। এবছর প্রকাশিত হওয়া তালিকাতেও প্রথম নামটি ইন্দোরের। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে নরেন্দ্র মোদীর শহর– সুরাট ও বিজয়ওয়াড়া। স্বচ্ছতার নিরিখে এই দুই শহরের পারফরম্যান্স দারুণ।

শনিবার নগরোয়ন্নয়ন ও আবাসন মন্ত্রকের তরফে প্রকাশিত তালিকায় রয়েছে স্বচ্ছ রাজ্য এবং গঙ্গা তীরবর্তী স্বচ্ছ শহরের নামও। বারানসিই এই তালিকায় প্রথম স্থান দখল করেছে। এ দেশে ধর্মচর্চার অন্যতম পীঠস্থান গঙ্গার ধার ঘেঁষা বারাণসী বা বেনারস শহরের পরিবেশের যথেষ্ট উন্নতি হয়েছে গত কয়েক বছরে।

অন্যদিকে, স্বচ্ছতম রাজ্য হিসেবে এবছর প্রথম পুরস্কার জিতে নিয়েছে ছত্তিশগড়। শনিবারই প্রাপকদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

ভালো কাজের জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে তাঁর পরামর্শ, ইন্দোর কিংবা বারাণসীর মতো কাজ করুক অন্যরাও।

Share.
Leave A Reply

Exit mobile version