কলকাতা ব্যুরো: প্যাং গ্যাং লেকের ধারে জমতে থাকা দুপক্ষের মধ্যে বরফ গলাতে শুক্রবার চিনের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে কথা বললেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। দুপক্ষের মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়।
ভারতের প্রতিরক্ষামন্ত্রী জানিয়ে দেন, দেশের শান্তি এবং নিরাপত্তা অক্ষুন্ন রাখতে দু’পক্ষকেই এগিয়ে আসতে হবে সে ক্ষেত্রে মানতে হবে শর্তও।
লাদাখে গোলমাল বাড়তে থাকার পর এটাই দু’দেশের মধ্যে সর্বোচ্চ স্তরের আলোচনা বলে জানাচ্ছে সংশ্লিষ্ট মহল।
এদিন মস্কোতে এক বৈঠকে বসে দুপক্ষই। বেশি রাতে ওই বৈঠকে বিদেশ মন্ত্রী জয়শঙ্কর ছাড়াও প্রতিরক্ষা সচিব অজয় কুমার এবং রাশিয়ায় ভারতের রাষ্ট্রদূত ডিবি ভেঙ্কটেশ উপস্থিত ছিলেন।
মস্কোতে সাংহাই কো-অপারেশন অরগানাইজেশনের ডাকা সব দেশের প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকে যোগ দিতে একটি দল নিয়ে সেখানে গিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। দুদিনের বৈঠক এ দিন রাতেই শেষ হয়েছে।

বৈঠকে শান্তির পক্ষে যেমন সাওয়াল করা হচ্ছে তেমনি দেশের সীমান্তে নিরাপত্তা কঠোর কড়ায় কোনরকমে ছাড় দিচ্ছে না ভারত। লাদাখের উত্তপ্ত এলাকায় এদিন সরেজমিনে খতিয়ে দেখেন সেনাবাহিনীর শীর্ষ কর্তারা। উত্তেজনা থাকলেও শান্তি ফেরানোর চেষ্টা হচ্ছে বলে খবর।

Share.
Leave A Reply

Exit mobile version