কলকাতা ব্যুরো: দক্ষিণ চিন সাগর নিয়ে আদৌ স্বস্তিতে নেই চিন। তাদের বিরুদ্ধে হেগের আন্তর্জাতিক ট্রাইবুনালের নির্দেশ অস্বীকার করার অভিযোগ রয়েছে আন্তর্জাতিক মহলের। ট্রাইব্যুনাল ২০১৬ তেই সাফ জানিয়েছিলো, দক্ষিণ চিন সাগরের অধিকার নিয়ে চিনের দাবির কোনো আইনি ভিত্তি নেই।

এই পরিস্থিতিতে সেখানে যখন সমরাস্ত্র মজুত করছে চিন, তখন মার্কিন যুক্তরাষ্ট্র,ভারত, জাপান ও অস্ট্রেলিয়াও তাদের সামরিক সজ্জা বাড়িয়েছে। যা কোয়াড নামে পরিচিত। আমেরিকা সেখানে দুটি যুদ্ধ বিমান বহনকারী যুদ্ধ জাহাজ পাঠিয়ে রেখেছে। লাদাখ নিয়ে চিন-ভারত উত্তেজনা বাড়ায় দক্ষিণ চিন সাগরে চিন যে চাপে রয়েছে, ভারত সেই সুযোগের ব্যবহার করুক, এমনটাই চাইছেন ভারতের বিশেষজ্ঞরা।

Share.
Leave A Reply

Exit mobile version