কলকাতা ব্যুরো: সীমান্তে উত্তেজনা ঠেকাতে আজ ষষ্ঠতম সেনার তরফে বৈঠকে বসেছেন দুই দেশের সেনা কর্তারা। ভারত ও চিন সেনা সকাল ন’টা নাগাদ এই বৈঠক শুরু হয়েছে। সেখানে একদিকে লাদাখ অন্যদিকে অরুণাচলে চিনা সেনা প্রত্যাহার নিয়ে আলোচনা হওয়ার কথা। এই বৈঠকে ভারতের লেফটেন্যান্ট জেনারেল হরিন্দর সিং নেতৃত্ব দেবেন। পিএলএ মেজর জেনারেল নেতৃত্বে চিনা সদস্যদের অংশ নেওয়ার কথা।

এই সেনা বৈঠকেই থাকার কথা ভারতের বিদেশ মন্ত্রকের প্রতিনিধিদের। একই সঙ্গে ইন্দো- টিবেটান বর্ডার পুলিশের আইজিও উপস্থিত থাকবেন এই বৈঠকে। একদিকে প্যাংগং লেকের ধারে লাইন অব একচুয়াল কন্ট্রোলে বসে পড়া চিনা সেনাকে সেখান থেকে পিছিয়ে যাওয়ার ব্যাপারে আলোচনা হওয়ার কথা বৈঠকে। আবার অরুণাচলে যেভাবে চিনা সেনা ভারতীয় ভূখণ্ডে প্রায় ঢুকে পড়া অবস্থায় এসেছে তা নিয়েও আলোচনা হতে পারে।

Share.
Leave A Reply

Exit mobile version