কলকাতা ব্যুরো: আজ দেশের জন্য গর্বের দিন। ২১ বছর পর কোনও ভারতীয় সুন্দরীর মাথায় উঠল মিস ইউনিভার্স টাইটেল। দেশের জন্য এই সম্মান অর্জন করলেন হরনাজ কৌর সান্ধু। এর আগে ২০০০ সালে লারা দত্ত এই কৃতিত্ব অর্জন করেছিলেন। তার পর দীর্ঘ ২ দশকের খরা কাটিয়ে ফের এবার দেশের মুখ উজ্জ্বল করলেন হরনাজ। স্থানীয় তারিখ ১২ ডিসেম্বর ২০২১-এ ইজরায়েলের ইলায় আয়োজিত বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় জয়ী হলেন পঞ্জাবের কন্যা।

বিভিন্ন দেশ থেকে আসা অপর ৭৯ জন প্রতিযোগীকে পিছনে ফেলে সেরার শিরোপা পেলেন হরনাজ। দ্বিতীয় স্থান পেলেন প্যারাগুয়ের নাদিয়া ফেরেরা এবং তৃতীয় স্থানে রইলেন দক্ষিণ আফ্রিকার লালেলা মাওয়ানে। হরনাজ সান্ধুকে এদিন সেরার মুকুট পরিয়ে দিলেন গত বছর অর্থাৎ ২০২০-এর ‘মিস ইউনিভার্স’, মেক্সিকোর অ্যান্ড্রিয়া মেজা। এরপর ইলার মঞ্চে এই বছরের ‘মিস ইউনিভার্স’ হিসেবে প্রথমবার র‍্যাম্পে হাঁটেন হরনাজ কৌর সান্ধু।

হরনাজের আগে ২০০০ সালে এই খেতাব জিতেছিলেন লারা দত্ত। ভারত তৃতীয়বারের জন্য এই শিরোপা জিতেছে। ১৯৯৪ সালে প্রথমবার এই প্রতিযোগিতায় ভারতীয় হিসাবে জেতেন সুস্মিতা সেন। পঞ্জাবের চলচ্চিত্র অভিনেত্রী ও চণ্ডীগড় পোস্ট গ্র্যাজুয়েট গভর্নমেন্ট কলেজ, সেক্টর ১১-এর প্রাক্তনী হলেন ২০২১ সালের ‘মিস ইউনিভার্স’ হরনাজ কৌর সান্ধু।

প্রসঙ্গত এদিন এক প্রশ্নের উত্তরে ২১ বছর বয়সী তরুণীর উত্তরই তাঁকে সেরার শিরোপা এনে দেয়। মিস ইউনিভার্সের মঞ্চে হরনাজকে জিজ্ঞেস করা হয়, চাপমুক্ত থাকার জন্য এই প্রজন্মের ছেলেমেয়েদের ঠিক কী করা উচিত? উত্তরটা দিতে ঠিক এক সেকেন্ড সময় নেন হরনাজ। অল্প হেসে, আত্মবিশ্বাসের সঙ্গে তিনি জানান, এই প্রজন্মকে বলব, নিজের উপর বিশ্বাস হারিও না। নিজের মতো করে বাঁচতে শেখো। তবেই জীবনটা সুন্দর হয়ে উঠবে। অন্য কারও সঙ্গে তুলনা নয়, বরং দুনিয়ায় চলতে থাকা গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করো। আত্মবিশ্বাসী হয়ে নিজের কথা বলো।

হরনাজ আরও বলেন, আমি নিজের উপর বিশ্বাস রেখেছিলাম বলেই, আজকে এই মঞ্চে দাঁড়িয়ে। তাই তোমরাও পারবে! আগামী প্রজন্মের প্রতি হরনাজের এই বার্তায়  আপ্লুত বিচারকরাও। তিনি যে অনেক মানুষের কাছে অনুপ্রেরণা হয়ে উঠতে পারেন, তার প্রমাণ দিলেন এক উত্তরেই।

হরনাজ সান্ধু, বিভিন্ন সৌন্দর্য প্রতিযোগিতায় তাঁর যাত্রা শুরু করেন মাত্র ১৭ বছর বয়সে। এর আগে তিনি ‘মিস ডিভা ২০২১’-এর খেতাবও জিতেছেন। তাছাড়া ‘ফেমিনা মিস ইন্ডিয়া পঞ্জাব ২০১৯’-এর তকমাও জিতেছেন। ‘ফেমিনা মিস ইন্ডিয়া ২০১৯’-এর সেরা ১২-এর তালিকায় স্থান পেয়েছিলেন তিনি। এছাড়া তিনি পঞ্জাবি ছবি ‘ইয়ারা দিয়া পু বরা’ ও ‘বাই জি কাট্টুঙ্গে’-তেও কাজ করেছেন তিনি।

Share.
Leave A Reply

Exit mobile version