কলকাতা ব্যুরো : নদীয়ার তেহট্টর রঘুনাথপুর গ্রামের বাসিন্দা সুবোধ ঘোষ। ভারতীয় সেনাবাহিনীতে কাজ করতেন নিজের যোগ্যতায়। খুব কম বয়সেই সে চাকরি জোগাড় করেছিলেন সুবোধ। চারিদিকে যখন আলোর রোশনাই সেই ভূতচতুর্দশীর দিন খবর এলো ভারতীয় সেনাবাহিনী থেকে পাকিস্তানের সঙ্গে কাশ্মীরে গুলির লড়াইয়ে প্রাণ দিয়েছে সুবোধ। নিকষ কালো অন্ধকার ছেয়ে গেল তার মৃত্যুতে। বাক্যহারা হয়ে গিয়েছেন সবাই।

বিয়ের এক বছরের মধ্যে স্বামীকে হারিয়ে সদ্যোজাত সন্তানকে আঁকড়ে ধরে কান্নায় ভেঙে পড়েছেন সুবোধের স্ত্রী অনিন্দিতা। মাত্র ২৪ বছরের তরতাজা ছেলেকে হারিয়ে সারা গ্রাম বাক্যহারা । খুব অল্প বয়সে সেনাবাহিনীতে কাজ পেয়েছিলেন সুবোধ। গত বছর বিয়ে করেছিলেন। মেয়ে হওয়ার সময় জুলাই মাসে একবার বাড়িতে এসেছিলেন। বলে গিয়েছিলেন আবার আসবেন ডিসেম্বরে।

কিন্তু এবার তিনি এলেন না। এলো তার মৃত্যু সংবাদ। বৃহস্পতিবার রাত থেকেই উত্তর কাশ্মীরের বারামুরি সেক্টরে পাকবাহিনীর হানা শুরু হয়। ভারতীয় সেনা ও পাল্টা জবাব দেন। কিন্তু গোলাগুলিতে মৃত্যু হয়েছে ৫ ভারতীয় সেনার। মারা গিয়েছেন নিরীহ গ্রামবাসী ও। পশ্চিমবঙ্গের বাসিন্দা সুবোধ ঘোষ শহীদ হলেন কাশ্মীরের উরি সেক্টরে।

Share.
Leave A Reply

Exit mobile version