কলকাতা ব্যুরো: গত কয়েকদিন ধরেই সিজ ফায়ারের মধ্যে পাকিস্তানের দিক থেকে মর্টার ছোড়া শুরু হয়েছিল। টুকটাক চলছিল গুলিও। শুক্রবার সারাদিন ভারতীয় জওয়ানরাত কাশ্মীরের বিভিন্ন সীমান্তে পাল্টা গুলি করা শুরু করে। তাতেই এখনো পর্যন্ত সাত থেকে আটজন পাক জওয়ান নিহত হয়েছেন বলে সেনা সূত্রের দাবি। এদের মধ্যে দুই থেকে তিনজন পাকিস্তান আর্মি স্পেশাল সার্ভিস গ্রুপের সদস্য। ভারতীয় সেনার পাল্টা গুলিতে ১০ থেকে ১২ জন পাকিস্তানী সেনা জখম হয়েছেন বলেও দাবি করেছে ভারতীয় সেনা। মূলত গুরেজ সেক্টর থেকে উরির l সেক্টরের মধ্যেই এদিন পাল্টা অপারেশন চালায় ভারতীয় সেনা।
যদিও গোটা ঘটনাপ্রবাহে দুজন ভারতীয় নিরাপত্তারক্ষীরা মৃত্যু হয়েছে বলে স্বীকার করেছে সেনাবাহিনী। এদের মধ্যে হাজী পীর সেক্টরে এক বিএসএফ জওয়ানের মৃত্যু হয়েছে। মূলত উড়ি সেক্টরের ডাম্বুলা এলাকায় আর্মি ব্যাপক হামলা চালায়। পাকিস্তানের বেশকিছু ব্যাংকারের ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে সেনার তরফে।
সংবাদসংস্থাকে সেনার দাবি দুজন সাধারণ মানুষও নিহত হয়েছেন উড়ির নাম্বালা সেক্টরে। এদের মধ্যে একজন মহিলা রয়েছেন। সেনার দাবি, শান্তি চুক্তি উপেক্ষা করেই ওপার থেকে পাক সেনাবাহিনী গোলাগুলি চালাচ্ছিল।
মূলত উড়ি এবং কুপওয়ারা জেলার কেরান সেক্টরে। সেনাবাহিনীর শ্রীনগরের মুখপাত্র সংবাদ সংস্থাকে আরও জানিয়েছেন, কয়েক দিন ধরেই সন্দেহ সন্দেহভাজনদের আনাগোনা বাড়ছিল কেরণ সেক্টরের লাইন অফ কন্ট্রোল এর আশেপাশে। এগিন তা আরো বেশি করে নজরে আসে সেনাবাহিনীর। এর পরেই বাহিনী গুলি চালাতে শুরু করে। এতে শুধু পাক সেনাই নয়, বেশকিছু পাক ব্যাংকারও ক্ষতিগ্রস্ত হয়েছে।