কলকাতা ব্যুরো: দেশে পেঁয়াজের জোগান বাড়াতে পেঁয়াজ রপ্তানির ওপর জারি রয়েছে নিষেধাজ্ঞা। ভারতে পেঁয়াজের দাম নিয়ন্ত্রনে ওই সিদ্ধান্ত কেন্দ্রের। কিন্তু ওই সিদ্ধান্তে চরম বিপাকে পড়েছে বাংলাদেশ। পশ্চিমবঙ্গকে ১ হাজার ৪৫০ টন ইলিশ পাঠানোর উদ্যোগের পরেও ভারত পেঁয়াজ না পাঠানোয় ক্ষোভ বাড়ছিল বাংলাদেশে।

অবশেষে জট কাটলো। আপাতত বাংলাদেশে ২৫ হাজার মেট্রিক টন পেঁয়াজ পাঠানোর সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। এর ফলে প্রতিবেশী দেশের পক্ষে পরিস্থিতি সামাল দেওয়ার কাজটি সহজ হবে বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, এ বছর অতিরিক্ত বৃষ্টিতে প্রচূর বৃষ্টিতে নষ্ট হয়েছে। তার জেরে কমেছে পেঁয়াজের জোগান।

Share.
Leave A Reply

Exit mobile version