কলকাতা ব্যুরো: লক্ষে পৌঁছতে আর মাত্র সাড়ে চার হাজারেরও কম। দৈনিক সংক্রমণে আবার বিশ্ব রেকর্ড। একদিনে আক্রান্ত ৯৫,৭৩৫ জন। দৈনিক সংক্রমণে ভারতে তো বটেই, পৃথিবীর কোন দেশে এই পরিসংখ্যান হয়নি।
তাছাড়া দৈনিক সংক্রমণে পৃথিবীতে এক নম্বর স্থানটা ধরে রাখার রেকর্ড তো আছেই। এই নিয়ে পরপর ৩৪ দিন এই রেকর্ডের অধিকারী ভারত। মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ুর মতো রাজ্যগুলির জন্যই এভাবে চড়চড় করে বাড়ছে সংক্রমণ।
অসম, পঞ্জাবও উদ্বেগজনক। তাছাড়া নতুন করে দিল্লিতে করোনা পজিটিভের সংখ্যা বাড়তে শুরু করেছে। পশ্চিমবঙ্গে স্থিতাবস্থা থাকলেও দেশে করোনা পরিস্থিতি এখন বেলাগাম বলা যায়। রোজ লক্ষের কাছাকাছি সংক্রমণ দেশবাসীর মেরুদণ্ড দিয়ে হিমশীতল স্রোত বইয়ে দেওয়ার জন্য যথেষ্ট। প্রায় ১ লক্ষ দৈনিক সংক্রমণের হাত ধরে বৃহস্পতিবার দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছে গেল ৪৪,৬৫,৮৬৪-তে।
দৈনিক মৃত্যুর অঙ্ক যথারীতি গত কয়েকদিনের মতো হাজারের ওপর বসে রয়েছে। গত ২৪ ঘণ্টায় এই পরিসংখ্যানটি হল ১,১৭২। এদিনের হিসেবে ভারতে মৃত্যুহার ১.৬৮। এই হারকে ১-এর নীচে নামাতে কেন্দ্রীয় সরকার বারবার রাজ্যগুলিকে পরামর্শ দিলেও পরিস্থিতি বদলের কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না।
এরাজ্যের কোন কোন জেলায় মৃত্যুহার জাতীয় গড়ের অনেক বেশি। দেশে এপর্যন্ত ৭৫,০৬২ জন করোনার বলি হলেন। সুস্থতা অবশ্য একই রকম রয়েছে। বৃহস্পতিবার ওই হার ৭৭.৭৪। গত ২৪ ঘণ্টায় সংক্রমণ মুক্তের সংখ্যা ৭২,৯৩৯। এর ফলে দেশের ৩৪,৭১,৭৮৩ জন করোনা থেকে নিস্তার পেলেন।