কলকাতা ব্যুরো: হঠাৎ দৈনিক সংক্রমণে অনেকটা পতন। দৈনিক সুস্থতার অনেকটা নীচে দৈনিক আক্রান্তের সংখ্যা। এটা ভালো লক্ষ্মণ, বলা যাবে না। কারণ প্রত্যেক সোমবার দৈনিক সংক্রমণ কম থাকে। গত কয়েক মাসের এটাই প্রবণতা। যদিও এর বিশ্বাসযোগ্য, যুক্তিগ্রাহ্য কারণ এখনও জানা যায়নি। অন্যান্য সোমবারের মতো এদিনও সংক্রমণ অনেকটা কমেছে। ৯০ হাজারের ওপর থেকে এক ধাক্কায় নেমে এসেছে ৮৬,৯৬০-এ। এটা গত ২৪ ঘণ্টার পরিসংখ্যান।

অন্যদিকে, একদিনের সুস্থতার পরিসংখ্যান এই সময়ে ৯৪,৬১২। আক্রান্তের সংখ্যার চেয়ে প্রায় ৮ হাজার বেশি। এই প্রবণতা আরও কিছুদিন বজায় থাকলে তবেই স্বস্তি। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা সোমবার হয়ে গেল ৫৪,৮৭,৫৮০। আর মোট সংক্রমণ মুক্তের সংখ্যা ৪৩,০৩,০৪৩। দৈনিক মৃত্যু অবশ্য হাজারের নীচে নামছে না।
বিশ্বে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪,১৫৪। এর মধ্যে ভারতেরই ১,১৩০ জন। দেশে সোমবার পর্যন্ত করোনার বলি হলেন মোট ৮৭,৮৮২ জন।

Share.
Leave A Reply

Exit mobile version