কলকাতা ব্যুরো: অসহায় আফগানদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল ভারত ৷ আফগানিস্তানের পরিস্থিতির কথা বিচার করে সেদেশের নাগরিকদের জন্য নতুন ক্যাটাগরির ফাস্ট ট্র্যাক ই-ভিসা আবেদন পদ্ধতি ঘোষণা করল দেশের স্বরাষ্ট্রমন্ত্রক ৷ যেসব আফগানরা ভারতে আসতে চান তাঁদের কথা ভেবে এই পদক্ষেপ। আফগানিস্তানে তালিবানরা দখল নেওয়ার দুদিনের মধ্যে এই পদক্ষেপ করল ভারত ৷

স্বরাষ্ট্রমন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন, আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে ভিসা আবেদনের নতুন পদ্ধতি চালু করা হচ্ছে । এটা হল নতুন ক্যাটাগরির ইলেকট্রনিক ভিসা যা ‘ই-এমার্জেন্সি এক্স-মিসক’ নামে পরিচিত। ভারতে প্রবেশের জন্য এই ফাস্ট ট্র্যাক ভিসা আবেদনের পদ্ধতি চালু করা হল ৷ আফগানিস্তানে আটকে থাকা মানুষরা যাঁরা ভারতে ফিরতে চাইছেন তাঁরা এই পদ্ধতিতে ভিসার আবেদন করতে পারবেন ৷ এতে খুব দ্রুত আবেদন গ্রহণ করা হবে ৷

এদিকে কাবুলে আটকে পড়া ভারতীয়দের নিরাপত্তা সুনিশ্চিত করতে তৎপর কেন্দ্রও ৷ এইমুহূর্তে কাবুলে ২০০-এর বেশি ভারতীয় আটকে রয়েছেন বলে জানা গিয়েছে ৷ তাঁদের জন্য জরুরি ভিত্তিতে একটি ফোন নম্বর চালু করা হয়েছে বলে জানিয়েছেন বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী ৷ পাশাপাশি সেখানকার কমিউনিটি মেম্বারদের সাহায্যও নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি ৷ ভারত সরকার আফগানিস্তানে আটকে পড়া ভারতীয়দের ফেরানোর বিষয়ে যথেষ্ট চিন্তাভাবনা করছে বলে জানান কেন্দ্রীয় মুখপাত্র ৷

জানা যাচ্ছে ভারত সরকার লাগাতার আফগানিস্তানে অবস্থিত আফগান শিখ এবং হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ রাখছে ৷ যে সকল ভারতীয় আফগানিস্তান ছাড়তে ইচ্ছুক, তাঁদের ভারত সরকার ভারতে পুনরায় ফেরানোর ব্যবস্থা করবে বলে আগেই জানানো হয়েছিল ৷ এছাড়া আফগান নাগরিকদের পাশেও দাঁড়ানোর বার্তা দিয়েছে বিদেশমন্ত্রক ৷

Share.
Leave A Reply

Exit mobile version