কলকাতা ব্যুরো: আর মাত্র কয়েক মুহূর্তের অপেক্ষা। তারপরই ইডেনে মুখোমুখি হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড। রবিবাসরীয় এই ম্যাচের মধ্যে দিয়েই কলকাতার মাটিতে আবারও শুরু হচ্ছে আন্তর্জাতিক ম্যাচের ইনিংস। স্বাভাবিকভাবেই ইডেনের ক্রিকেট ম্যাচ নিয়ে উন্মাদনা চরমে। তবে এই পরিস্থিতিতে মাথাচাড়া দিয়ে উঠেছে ব্ল্যাকাররা।

Eden garden stadium India vs newzealand T20 cricket match tickets in black market, arrested 12

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কালোবাজারির অভিযোগে ১২ জনকে গ্রেফতার করেছে ময়দান থানার পুলিশ। জানা গিয়েছে, ৭৩টি টিকিট উদ্ধার হয়েছে ধৃতদের কাছ থেকে। অভিযোগ, ৬০০ টাকার টিকিট চড়া দামে বিক্রি করছিল ধৃতরা। পুলিশ জানিয়েছে, দু’ থেকে আড়াই হাজার টাকাতেও বিকোচ্ছিল ওই টিকিট।

রবিবার ভারত-নিউ জিল্যান্ড তৃতীয় টি২০ আন্তর্জাতিক ম্যাচের খেলা হবে ইডেন গার্ডেনসে। শনিবার সকালেও ইডেনের পাঁচ নম্বর গেটের কাছ থেকে এক ব্ল্যাকারকে গ্রেফতার করা হয়েছিল। তার কাছ থেকে মিলেছিল চারটি টিকিট। শনিবার রাতের মধ্যে মোট সাত জনকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। ওই দিন মোট ৬০টি টিকিট উদ্ধার করেছিল পুলিশ। ওইদিন দেড় হাজার টাকা দামে বিক্রি হচ্ছিল ছ’শোর টিকিট।

তবে রবিবারের হাইভোল্টেজ ম্যাচকে কেন্দ্র করে যাতে কোনওরকম বিশৃঙ্খলা না ছড়ায়, তা নিয়ে সতর্ক কলকাতা পুলিশ। শনিবার থেকেই ইডেন চত্বরে সাদাপোশাকে টহল দিচ্ছিলেন ময়দান থানার পুলিশ কর্মীরা। নজরদারি চালাচ্ছিল লালবাজারও। সিভিল ড্রেসে ভিড়ে মিশে থেকেই অভিযুক্ত ব্ল্যাকারদের পাকড়াও করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, এদিনের ম্যাচের জন্য প্রায় আড়াই হাজার পুলিশ মোতায়েন রয়েছে ইডেন চত্বরে। যুগ্ম কমিশনার পদের এক পুলিশ আধিকারিক ইডেনে আছেন। এছাড়াও তিন জন অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রিকেটের নন্দনকাননে উপস্থিত রয়েছেন। পাঁচ জন আইজি রয়েছেন ওই এলাকায়।

প্রসঙ্গত, এই ম্যাচের ক্রেজ এতটাই যে ম্যাচের টিকিট অনলাইনে বিক্রি শুরুর মাত্র ১৫ মিনিটের মধ্যেই তা শেষ হয়ে যায়। CAB কোষাধ্যক্ষ দেবাশিস গঙ্গোপাধ্যায় বলেন, ‘অনলাইনে বিক্রির জন্য ১ হাজারের মতো টিকিট ছাড়া হয়েছিল। কিন্তু, মাত্র ১৫-২০ মিনিটের মধ্যে সব টিকিট শেষ হয়ে যায়। ফলে আপনারা খুব ভালোভাবেই বুঝতে পারছেন, এই ম্যাচের জন্য কলকাতার ক্রিকেট সমর্থকেরা কতটা উদগ্রীব হয়ে বসে রয়েছেন।’

Share.
Leave A Reply

Exit mobile version