কলকাতা ব্যুরো: দশ দফা দাবীতে সারা দেশের সাথে পশ্চিম বাংলার কলকাতা, শিলিগুড়ি ও আসানসোলের আয়কর দফতরে বিক্ষোভ দেখালো আয়কর কর্মচারী ফেডারশন। আসানসোলে আয়কর কর্মচারী ফেডারেশন বেঙ্গল সার্কলের যুগ্ম সম্পাদক দশ দফা দাবীর ব্যাখ্যা করে বলেন, -কেন্দ্রীয় সরকার দীর্ঘ দিন আমাদের দাবী সমুহ নিয়ে নীরব রয়েছে। কোন আলোচনা ছাড়াই কর্মী ও দফতরের সংকোচনের পথে হাঁটছে সরকার। এর বিরুদ্ধে তিনি আয়কর কর্মীদের একত্রিত আন্দোলনের আহ্বান জানান।
এ দিনের সভায় অন্যান্য বক্তারা হলেন দেবদাস সরকার, অনুপ চক্রবর্তী, কামলেন্দু ভগত ও মধুসূদন রায় প্রমুখ l