কলকাতা ব্যুরো: দূর হয়েছে পশ্চিমী ঝঞ্ঝা, জানাচ্ছে আবহাওয়া অফিস ৷ ফলে পৌষের অকাল বর্ষণে নাজেহাল জনজীবনে এবার রোদ্দুরের ছোঁয়া ৷ মাঘের শুরু থেকেই শীতের আমেজ নতুন করে ফিরছে। রবিবার উত্তর ও দক্ষিণবঙ্গে রৌদ্রজ্জ্বল আবহাওয়ার পূর্বাভাস থাকলেও দু-একটি জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রবিবার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি ও ১৫ ডিগ্রির আশপাশে থাকবে ৷

এর মধ্যে শনিবার থেকে আবহাত্তয়া শুষ্ক হতে শুরু করেছে। শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম ৷ সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি ৷

গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামী দু-তিনদিনে রাতের তাপমাত্রা ২-৪ ডিগ্রি কমতে পারে। উত্তরবঙ্গেও রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি কমার সম্ভাবনা রয়েছে। রবিবার ভোরে কুয়াশা থাকলেও বাকি দিনটা আকাশে রোদের দেখা মিলবে। ফলে উষ্ণ, স্যাঁতস্যাঁতে বেলাশেষের পৌষ কাটিয়ে মাঘের শুরুতে ঠান্ডা হয়তো ফর্মে ফেরার চেষ্টা করবে।

Share.
Leave A Reply

Exit mobile version