কলকাতা ব্যুরো: পৌষ মাসের শেষবেলায় ঠান্ডার কথা নয়, বরং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আবহাওয়া অফিস। শীতে বর্ষার আগমন বিগত ক’দিন ধরে আলিপুর আবহাওয়া অফিস জানুয়ারির মাঝামাঝি শীত বিদায়ের ইঙ্গিত দিচ্ছে।

রাতের তাপমাত্রা বেড়ে ১৭ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছে। বুধবার কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ২১.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি কম এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৫ ডিগ্রি, যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি বেশি । মেঘলা আকাশ এবং রাজ্যজুড়ে বিভিন্ন জেলায় দফায় দফায় হালকা বৃষ্টিতে নাজেহাল জনজীবন ৷

মকর সংক্রান্তির গঙ্গাস্নান করতে পুণ্যার্থীদের ঢল গঙ্গাসাগরে । হাওয়া অফিস বলছে, এবার গঙ্গাসাগরে বৃষ্টিতে ভিজে স্নান করতে হবে। হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ বৃষ্টির জন্যে পারদ নিম্নমুখী হলেও তা শীত ফেরাতে পারবে না ৷

তবে আজ থেকে ১৫ তারিখ পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত হতে পারে ৷ বৃহস্পতিবার কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২৫ ডিগ্রি ও ১৭ ডিগ্রির আশপাশে থাকবে ৷ শনিবার থেকে আবহাওয়া কিছুটা পরিবর্তন হবে ৷ বৃষ্টি না হলেও আকাশ মেঘলা থাকবে ।

Share.
Leave A Reply

Exit mobile version