কলকাতা ব্যুরো: সিকিম ঘুরতে গিয়ে মর্মান্তিক পরিণতি হল এক তরুণী পর্যটকের। প্যারাগ্লাইডিং করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে মৃত্যু হয় তাঁর। প্রাণ হারান তাঁর সঙ্গে থাকা প্যারাগ্লাইডিং পাইলটেরও।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম ইশা রেড্ডি। বছর তেইশের এই পর্যটক তেলেঙ্গানার খাম্মানের বাসিন্দা ছিলেন। কিন্তু ঘুরতে গিয়ে আর ফেরা হলো না। শুক্রবার সকাল সাড়ে ৯টা নাগাদ উত্তর সিকিমের লাচুং ভিউ পয়েন্ট থেকে প্যারাগ্লাইডিং শুরু করেন ইশা। তাঁর তত্ত্বাবধানে ছিলেন গ্যাংটকের থামি দারার বাসিন্দা সন্দীপ গুরুং। তিনিই ইশাকে সঙ্গে নিয়ে খোলা আকাশে উড়ে যান। কিন্তু মাঝপথেই ঘটে অঘটন।

হঠাৎই প্রবল হাওয়া বইতে শুরু করলে দু’জনই নিয়ন্ত্রণ হারান। তাঁরা সোজা গিয়ে পড়েন লাচুং নদীতে। পাহাড়ি নদীর তীব্র স্রোত আর পাথরে ধাক্কা খাওয়ায় সেখানেই মৃত্যু হয় তাঁদের বলে খবর। খবর পেয়ে উদ্ধারকাজে নামে পুলিশ। তবে জলে মারাত্মক স্রোত থাকায় দেহ উদ্ধার করতে বেগ পাচ্ছিলেন তাঁরা। পরে ঘটনাস্থলে পৌঁছান আইটিবিপি জওয়ানরাও। তাঁরাই শুক্রবার সন্ধেয় অবশেষে উদ্ধার করেন দুটি দেহ। ভয়ংকর সেই দুর্ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।

তবে এই প্রথমবার নয়, মাস কয়েক আগেই প্যারাগ্লাইডিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ার আরও একটি খবর উঠে এসেছিল শিরোনামে। গত বছর নভেম্বরে গুজরাটের দুই পর্যটক দিউতে ঘুরতে গিয়ে এমনই দুর্ঘটনার কবলে পড়েন। তবে তাঁদের গায়ে লাইফ জ্যাকেট থাকায় গাইড তাঁদের মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে সফল হন। কিন্তু ইশার আর বাড়ি ফেরা হল না। তাঁর পরিবারকে মৃত্যু সংবাদ দেওয়া হয়েছে বলে খবর।

Share.
Leave A Reply

Exit mobile version