কলকাতা ব্যুরো: শহরের রাজপথে প্রকাশ্যে স্ত্রী সুনিতা সর্দারকে কুপিয়ে খুন করলো স্বামী দিলীপ। জনবহুল এলাকায় সকলের চোখের সামনে ঘটে যাওয়া এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বেলেঘাটার চাল পট্টি এলাকায়। জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সুনিতা সরদারের বাড়ি টেংরা এলাকায়। তিনি পরিচারিকার কাজ করতেন। কয়েক বছর আগে দিলিপের সঙ্গে বিয়ে হয় তার। তাদের এক সন্তানও রয়েছে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, সুনিতা সঙ্গে দিলিপের মাঝেমধ্যেই ঝগড়া অশান্তি লেগে থাকত। কয়েকদিন আগেও তাদের মধ্যে তুমুল ঝগড়া হয়। সুনিতাকে সন্দেহ করতো দিলীপ। সেই নিয়ে দাম্পত্য কলহ। এর ফলে কয়েকদিন আগে বাড়ি ছেড়ে দিলীপ অন্য জায়গায় থাকতে শুরু করে। এদিন বিকেলে এক ব্যক্তির বাড়িতে কাজে গিয়েছিলেন সুনিতা। সন্ধ্যেবেলা কাজ সেরে বাড়ি ফিরছিলেন। রাস্তার মাঝেই অপেক্ষা করছিল দিলীপ। সেই সময় জমজমাট ছিল বেলেঘাটার চাল পট্টি এলাকা। সেখানে সুনিতার সামনে এসে দাঁড়ায় দিলীপ। শুরু হয় দুজনের মধ্যে বচসা। এর মধ্যেই ছুরি দিয়ে স্ত্রীর সর্বাঙ্গে কোপাতে থাকে স্বামী। সকলের সামনেই এই ঘটনা ঘটে যায়। হাতে ছুরি থাকায় দিলিপের সামনে ভয়ে কেউ এগোতে চান নি। এর মধ্যে দিলীপের হাত থেকে আচমকা ছুরি রাস্তায় পড়ে যায়। সেই সুযোগে তাকে পেছন থেকে জাপ্টে ধরে ফেলে কয়েকজন যুবক।

ইতিমধ্যেই খবর শুনে ঘটনাস্থলে চলে আসে পুলিশ। গ্রেপ্তার করা হয় দিলীপকে। রক্তাক্ত অবস্থায় সুনিতাকে এনআরএস হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়।

Share.
Leave A Reply

Exit mobile version