কলকাতা ব্যুরো : রাশিয়ার ভ্যাকসিন sputnik V এর হিউম্যান হবে এই রাজ্য ও। সূত্র মারফত জানা যাচ্ছে উত্তর ২৪ পরগনার সাগর দত্ত মেডিকেল কলেজ ও হাসপাতালে এই ট্রায়াল হবে। রাশিয়ান এই ভ্যাকসিনের দেশজুড়ে দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের হিউম্যান ট্রায়ালের অনুমতি দিয়ে দিয়েছে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া। দ্বিতীয় পর্যায়ে ১০০ জনের উপর এই ভ্যাকসিন নেবে সে ক্ষেত্রে এই রাজ্য ১০ থেকে ১২ জনের ওপর এই রাশিয়ান ভ্যাকসিনের দ্বিতীয় পর্যায়ের হিউম্যান করা হতে পারে বলে খবর দিয়েছেন এক বেসরকারি সংস্থার প্রতিনিধিরা। দেশজুড়ে ডাক্তার রেড্ডি ল্যাবরেটরীজ লিমিটেড নামক সংস্থা রাশিয়ান ভ্যাকসিনের হিউম্যান এর অনুমতি পেয়েছে। কলকাতায় ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য সিনিমেড লাইফ সাইন্স প্রাইভেট লিমিটেড নামক এক সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে। সেই সংস্থার বিজনেস ডেভেলপমেন্টে থাকা আধিকারিক জানিয়েছেন রাশিয়ান ভ্যাকসিনের ট্রায়াল তারা এই রাজ্যে করবেন।

কামারহাটি সাগর দত্ত হাসপাতালে ট্রায়ালের পরিকল্পনা আছে। অক্টোবর মাসের গোড়াতেই এই ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমোদন পেয়েছে ড্রাগ কন্ত্রলার জেনারেল অফ ইন্ডিয়া। রাশিয়ান এই ভ্যাকসিন এর দ্বিতীয় পর্যায়ের ১০০ জনের ওপর এবং শেষ পর্যায়ে ১৫০০ জনের ওপর এই ট্রায়াল হবে বলে জানা গেছে। সে ক্ষেত্রে তৃতীয় পর্যায় শেষ হতে ২০২১ সালের এপ্রিল মাস হয়ে যেতে পারে। দেশজুড়ে এই দ্বিতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল যখন হতে চলেছে তখন রাজ্যেও এই ক্লিনিক্যাল ট্রায়াল হবে। সাগর দত্ত হাসপাতালে এথিক্স কমিটির কাছে ইতিমধ্যেই প্রস্তাব পাঠানো হয়েছে। এথিক্স কমিটি সেই প্রস্তাবে অনুমোদন দিলে স্বাস্থ্য দপ্তরের কাছে পাঠানো হবে। স্বরাষ্ট্র দপ্তরের অনুমোদন পেলে নভেম্বরের শেষ সপ্তাহ থেকে এই রাশিয়ান ভ্যাকসিন এর ট্রায়াল শুরু করা যাবে বলে আশা করা হচ্ছে।

সারা দেশ জুড়ে ভাইরাসের সংক্রমণ দিনের পর দিন বেড়েই চলেছে। এই রাজ্য ও তার ব্যতিক্রম নয়। উৎসবের সময় এই সংক্রমনের সংখ্যা আরো বাড়বে বলে চিকিৎসকরা ইতিমধ্যেই আশঙ্কা প্রকাশ করেছেন। তবে এ ক্ষেত্রে এই ধরনের ভ্যাকসিনের হিউম্যান ট্রায়াল করতে গেলে সাবধানতা অবলম্বন করতে হবে বলে বিশিষ্ট চিকিৎসকেরা ইতিমধ্যেই জানিয়েছেন। সব মিলিয়ে তাই এখন সবার নজর রাজ্যে নভেম্বরের শেষ সপ্তাহ থেকে ট্রায়াল শুরু হচ্ছে কিনা সেইদিকে।

Share.
Leave A Reply

Exit mobile version