কলকাতা ব্যুরো: হাওড়ার শিবপুরে সকলের চোখের সামনে এক যুবককে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করল দুষ্কৃতীরা। সোমবার রাতে ঘটনাটি ঘটে শিবপুর কফি হাউজের কাছে। মৃতের নাম শাকিল আহমেদ। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গিয়েছে, সেখানে দাঁড়িয়ে আড্ডা মারছিল শাকিল। দুষ্কৃতীরা হেঁটে এসে তার সামনে দাঁড়িয়েই, গুলি করে। এরপরে ধারালো অস্ত্র দিয়ে কয়েকজন তাকে কোপায়। শাকিল দৌড়ে পালানোর সময় তার পকেট থেকে একটি আগ্নেয়াস্ত্র ছিটকে পড়ে। ফের তাকে এলোপাতাড়ি গুলি করে খুন করে দুষ্কৃতীরা পালিয়ে যায়।
গুরুতর সংকটজনক অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান, পুরনো গোলমাল এর জেরেই দুষ্কৃতীরা শাকিলকে খুন করেছে। শাকিল এর সঙ্গে সে সময় ওই জায়গায় দাঁড়িয়ে থাকা অন্য এক যুবকও গুলিতে ঘায়েল হয়েছে।