কলকাতা ব্যুরো: অসমে লাইনচ্যুত ডাউন সরাইঘাট এক্সপ্রেস। জানা গিয়েছে, বুধবার উত্তর-সীমান্ত রেলপথের চাইগাঁও স্টেশনের কাছে লাইনচ্যুত হয় এক্সপ্রেসটি। দুর্ঘটনার জেরে ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়। তবে যাত্রীরা সকলে নিরাপদে আছেন বলেই জানিয়েছে রেল কর্তৃপক্ষ। সামান্য কয়েকজনের চোট লেগেছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই মালদা স্টেশনে খোলা হয়েছে জরুরী হেল্প বুথ। গুয়াহাটি-হাওড়ার যাত্রীরা রেলের দেওয়া নম্বরে ফোন করলে সহায়তা দেওয়া হচ্ছে। যে সব স্টেশন সরাইঘাট এক্সপ্রেসের থামার কথা, সেইসব স্টেশনগুলিতে মে আই হেল্প ইউ বুথ চালু করা হয়েছে।

বুধবার দুপুর দেড়টা নাগাদ গুয়াহাটি থেকে নিউ বঙ্গাইগাঁওয়ের পথে চাইগাঁও স্টেশনে ঢোকার মুখে দুর্ঘটনাটি ঘটে। ওই স্টেশনটি উত্তর সীমান্ত রেলপথের রঙ্গিয়া ডিভিশনের অন্তর্গত। রেল সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার জেরে ট্রেনের ইঞ্জিন থেকে ছয়, সাত, আট এবং নয় নম্বর কামরা লাইনচ্যুত হয়ে পড়ে।

Share.
Leave A Reply

Exit mobile version