কলকাতা ব্যুরো: হুগলির দাদপুরে দেবশ্রী চ্যাটার্জি সহ তিন পুলিসকর্মীর মৃত্যুর ঘটনায় তদন্তে সেখানে গেলেন ডিআইজি ট্রাফিক। তার সঙ্গে রয়েছেন হুগলির গ্রামীণের পুলিশ সুপার।পুলিশের ওই গাড়িটির ফরেনসিক পরীক্ষা করা হবে বলেও জানা গিয়েছে।
আজ ভোরে দ্রুতগতিতে জাতীয় সড়ক দিয়ে আসা পুলিশের ওই গাড়িটি সজোরে ধাক্কা মারে রাস্তার ধারে দাঁড় করানো একটি ট্যাংকারে। সেই ধাক্কায় নিজেদের গাড়ি দুমড়ে-মুচড়ে যায়। ওই গাড়ির সামনের অংশ দেখে তদন্তে যাওয়া অফিসার রাত নিশ্চিত অতি দ্রুত গতি ছিল গাড়ির। জখমদের হুগলির ইমামবাড়া হাসপাতাল নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয়। আজ তিনজনের ময়নাতদন্তের পর দেহ আনা হবে কলকাতায়।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান শিলিগুড়ি থেকে আশা এই গাড়িটি ভোর বেলায় দ্রুতগামী হওয়া সত্ত্বেও কোন কারনে চালকের চোখ বন্ধ হয়ে গিয়েছিল। আর তাতেই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাঁড় করানো গাড়িতে ধাক্কা দেয়। যদিও জাতীয় সড়ক আইন অনুযায়ী রাস্তার ধারে এইভাবে ট্রাক বা গাড়ি দাঁড় করিয়ে রাখা বেআইনি।
দেবশ্রী চ্যাটার্জি সহ তিন পুলিশকর্মীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপধ্যায়। তিনি দেবশ্রী চ্যাটার্জি কে পরিশ্রমী, কর্মনিষ্ঠ বলে প্রশংসা করেছেন মানবপাচার রোধে তার উল্লেখযোগ্য অবদানের জন্য দেবশ্রীর আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার কথা স্মরণ করেছেন মুখ্যমন্ত্রী।