কলকাতা ব্যুরো: আসানসোলের ডুরান্ড কলোনী থেকে উদ্ধার হলো বিরল প্রজাতির একটি বাদুড়। মঙ্গলবার সকলে প্রাতঃ ভ্ৰমণকারীরা একটি নালায় বাদুড়টিকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর দেওয়া হয় বন দফতরে। আসানসোল ও রূপনারায়ণপুর থেকে বন দফতরের লোকজন ছুটে আসেন।
এলাকার মানুষের অভিযোগ বন দফতরের কর্মীরা আসতে দেরি করায় আহত বাদুড়টির মৃত্যু ঘটে l আসানসোলের রেঞ্জার সমর কুমার সাঁতরা দেরিতে আসার কথা স্বীকার করেন। তবে বাদুড় টি নালায় পরে বেশ যখন হয়েছিল বলে মনে করছে বন দপ্তর।
বাদুরটি ইনন্ডিয়ান ফ্লাইং ফক্স নামে পরিচিত l হিমালয় সংলগ্ন পাহাড়ী এলাকায় এদের বাস l