কলকাতা ব্যুরো: চলতি বছরে উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশের দিনক্ষণ ঘোষণা করলো উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। আগামী শুক্রবার অর্থাৎ ১০ জুন বেলা ১০ টায় প্রকাশিত হবে ফলাফল। ওয়েবসাইটেও ফল জানতে পারবে পরীক্ষার্থীরা।
করোনার প্রকোপ কমায় চলতি বছরে অফলাইনে হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। আগের নিয়মে স্কুলে গিয়ে পরীক্ষা দিয়েছে পড়ুয়ারা। ২৭ এপ্রিল শেষ হয়েছিল পরীক্ষা। ফলত ফল কবে প্রকাশিত হবে, তা নিয়ে আলোচনা চলছিল। শুক্রবার উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশের দিনক্ষণ ঘোষণা করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। পরীক্ষা শেষের ঠিক ৪৪ দিনের মাথায় আগামী ১০ জুন অর্থাৎ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ হবে।

এদিন সংসদের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, ১০ জুন সকাল ১০ টায় প্রকাশিত হবে ফল। বেলা ১১ টা থেকে অনলাইনে দেখা যাবে রেজাল্ট। কোন কোন ওয়েবসাইটে ফল দেখা যাবে, ইতিমধ্যেই তাও জানিয়ে দেওয়া হয়েছে। জানা গিয়েছে, http://wbresults.nic.in, www.exametc.com, http://abpananda.abplive.in, www.results.sikksha সহ মোট ১২ টি ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট।

এছাড়াও এসএমএসের মাধ্যমে দেখতে পাওয়া যাবে রেজাল্ট। তার জন্য WB12 লিখে স্পেস দিয়ে নিজের রোল নম্বর পাঠাতে হবে ৫৬৭৬৭৫০ নম্বরে। www.exametc.com-এ প্রি রেজিস্ট্রার করতে পারেন নিজের রোল নম্বর। সেক্ষেত্রে ফল প্রকাশিত হওয়ার পরই রেজাল্ট পাওয়া যাবে এসএমএস মারফত।

উল্লেখ্য, এদিনই প্রকাশিত হয়েছে চলতি বছরের মাধ্যমিকের ফল। প্রথম দশের তালিকায় ঠাঁই পেয়েছে মোট ১১৪ জন পড়ুয়া। যুগ্মভাবে প্রথম হয়েছে বাঁকুড়া ও পূর্ব বর্ধমানের দুই ছাত্র।

Share.
Leave A Reply

Exit mobile version