কলকাতা ব্যুরো: বেশি ক্ষমতাসম্পন্ন দ্রুত গতির তেজস ইঞ্জিন তৈরি করলো চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস। তেজস ইঞ্জিন হিসেবে ২ টি ইঞ্জিনের উদ্বোধন করা হলো শুক্রবার। ইঞ্জিনগুলি ছুটতে পারবে ঘন্টায় ১৬০ কিলোমিটার। বলে রাখা ভালো, এখন রাজধানী এক্সপ্রেস ছোটে ঘন্টায় ১৩০ কিলোমিটার বেগে। ইঞ্জিনগুলির ক্ষমতা হবে ৬ হাজার হর্স পাওয়ার। এর ফলে ইঞ্জিন থেকে বগিগুলিতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় থাকবে। ইঞ্জিনগুলি এরোডায়নামিক মডেলে তৈরি হয়েছে বলে চিত্তরঞ্জন লোকোমোটিভ সূত্রে জানা গিয়েছে।
প্রসঙ্গত, কলকাতা-দিল্লি বা দিল্লি-মুম্বাই যে হাইস্পিড রেল করিডরগুলি তৈরি হচ্ছে, সেই ট্রাকে রেল ছুটবে ঘন্টায় ১৬০কিলোমিটার বেগে।