কলকাতা ব্যুরো: আল কায়দা হামলা চালাতে পারে দিল্লির ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল বিমানবন্দরে। এ বিষয়ে শনিবারই আইজিআই থানার পুলিশ বিমানবন্দরের কন্ট্রোল সেন্টারকে সচেতন করেছিল। আল কায়দা আইজিআই বিমানবন্দর উড়িয়ে দিতে পারে, এমন একটি মেল পায় দিল্লি পুলিশ। আর তারপরই পুলিশ নড়েচড়ে বসে। মেল মারফৎ জানা গিয়েছে, করণবীর সুরী ওরফে মহম্মদ জালাল এবং তাঁর স্ত্রী শৈলী শারা ওরফে হাসিনা সিঙ্গাপুর থেকে ভারতে আসছে রবিবার৷ তারা ১ থেকে ৩ দিনের মধ্যে বোমা বিস্ফোরণের পরিকল্পনা করছে।

সাম্প্রতিক অতীতে এরকম হুমকি মেসেজ এসেছে, একই নামে, একইরকম বর্ণনা ছিল তাতে। আইজিআই বিমানবন্দর কর্তৃপক্ষ একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তদন্তের পর ওই হুমকিসূচক মেসেজটি “নন-স্পেসিফিক” অর্থাৎ কোনও নির্দিষ্ট সূত্র থেকে আসা নয় বলে জানা যায়। এরপর বোম্ব থ্রেট অ্যাসেসমেন্ট কমিটি বা বিটিএসি বিমানবন্দর থেকে চলে যায়। যদিও এরপরই অতিরিক্ত সতর্কতা জারি করা হয়েছে আর সবরকম নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে আইজিআই বিমানবন্দরে।

তবে বিমানবন্দরে কর্তব্যরত সব নিরাপত্তারক্ষীদের সজাগ থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বিমানবন্দরের সব টার্মিনালে কড়া নজরদারি চালানো হচ্ছে। বিটিএসি-কেও জানানো হয়েছে। দিল্লি পুলিশকে একই নামে আসা ওই হুমকি মেলের তদন্তের কথা জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

Share.
Leave A Reply

Exit mobile version