কলকাতা ব্যুরো: আয়োজন হয়তো ছোটই। কিন্তু নিঃসন্দেহে ভাবনাটা বড়। কারণ তা মানবিক। ‘হেল্প আস টু হেল্প ইউ’ নামে এক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে পালিত হলো এমনই এক মানবিক কর্মসূচি।
এলাকার রিক্সা চালক এবং মৃৎশিল্পীদের সন্তানদের জন্য পুজোর আগে নতুন জামাকাপড় তুলে দেওয়া হলো সংস্থার উদ্যোগে। সংস্থার তরফে সুদীপ্ত ঘোষ জানান, মহামায়াতলা, কাজি নজরুল মেট্রো, তালতলা, কানুনগো পার্ক, বাঘাযতীন, ঢাকুরিয়া, কাকুলিয়া, কাঁকুরগাছি সহ মোট ১২ টি স্ট্যান্ডের রিক্সা চালকদের সন্তানদের ১৫ বছর বয়সী বাচ্চাদের জন্য আজ নতুন জামা তুলে দেন সংগঠনের সদস্যরা। এছাড়াও বৈষ্ণবঘাটার রাধারমণ পাল এবং রামগড়ের লক্ষণ পালের কাছে যে সমস্ত শিল্পী কাজ করছেন, সেই শিল্পীদের ২১ জন সন্তানদের জন্যও একই ব্যবস্থা করা হয়েছিলো। এদিন মোট ১৫৫ জন শিশুর জন্য নতুন জামা কাপড়ের ব্যবস্থা করা গিয়েছে।
এবছর আমপান এবং কোভিড-১৯ -র পরেও কম বেশি উৎসবে মাতবো আমরা। কিন্তু যারা বেশি ক্ষতিগ্রস্ত হলো, সেই পবিবারগুলির পাশে দাঁড়াতে সংস্থার এই উদ্যোগ বলে জানা গিয়েছে।