কলকাতা ব্যুরো : পিয়া তু আব তো আজা। হেলেনের বিখ্যাত নাচ ক্যারাভান ছবিতে। অনেকেরই রাতের ঘুম কেড়ে নিয়েছিল তখন। এখনো সমান জনপ্রিয়। রাস্তাঘাটে বা চ্যাংড়া ছোড়াদের সরস্বতী পুজায় এখনও বাজে এই গান পাড়া কাঁপিয়ে। আরডি বর্মণের সেই সুর এখনও যে মানুষের হৃদয়ে তা কিছুদিন আগে ভাইরাল হওয়া এক ভিডিওতে বোঝা গেলো।

দুই বয়স্ক মহিলা রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ থমকে দাঁড়িয়ে গেলেন এই গান শুনে । তার পর সে কি উদ্দাম নাচ। কিচ্ছু খেয়াল নেই। লোকে দেখছে দেখুক। তাদের দেখে একজন বয়স্ক লোক এগিয়ে এসে পা মেলালেন। কিন্তু শেষমেষ আর পেরে উঠলেন না দুই হেলেনের নৃত্যের তালে পা মেলাতে।

দেখুন সেই ভিডিও।

Share.
Leave A Reply

Exit mobile version