কলকাতা ব্যুরো: দার্জিলিং বছরের যেকোন সময়ই সুন্দর৷ তবে শীতকালে সেই সৌন্দর্য বেড়ে যায় কয়েকগুণ৷ পর্যকটদের পাশাপাশি স্থানীয়রাও এই শীতের মরসুম চুটিয়ে উপভোগ করেন৷ এবারও তা ব্যতিক্রম হয়নি৷ খুশির আমেজ পাহাড়ে। টানা তুষারপাত হচ্ছে পাহাড়জুড়ে।

মঙ্গলবার ও বুধবার সকালে ফের তুষারপাত হল শৈলরানীতে। পাশাপাশি তুষারপাত হয়েছে সান্দাকফু ও লাচেনেও। এদিন সকালে দার্জিলিংয়ের টাইগার হিল, চটকপুর, জলাপাহাড়, ঘুম, জোরবাংলো, তিন মাইল-সহ একাধিক জায়গায় তুষারপাত হয়। আবহাওয়া দফতর সূত্রে খবর বুধবার, সকালে তুষারপাতের সম্ভাবনা ছিলই। তবে সমতলে এদিন আবহাওয়া কিছুটা মেঘাচ্ছন্ন থাকলেও মোটের উপর পরিষ্কারই ছিল।

সিকিম আবহাওয়া দফতরের অধিকর্তা গোপীনাথ রাহা জানান, মঙ্গল, বুধ এবং বৃহস্পতিবার পাহাড়ে হাল্কা বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। যার ফলে সমতলেও কিছুটা আবহাওয়ার তারতম্যের সৃষ্টি হবে। দিনের বেলায় আবহাওয়া ঠিক থাকলেও রাতে সমতলেও তাপমাত্রা কমবে।

পাহাড়ে এইসময়ে পর্যটকদের সংখ্যা কম হলেও সম্প্রতি সমস্ত পর্যটনকেন্দ্র খুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এতে পর্যটকরা ফের পাহাড়মুখী হবে বলে মনে করছেন সেখানকার ব্যবসায়ীরা।

Share.
Leave A Reply

Exit mobile version