কলকাতা ব্যুরো: এক বৃষ্টির রেশ কাটতে না কাটতেই ফের সপ্তাহান্তে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। আগামী ২৫ তারিখ অর্থাৎ শনিবার বঙ্গোপসাগরের ওপর ফের তৈরি হতে চলেছে আরও একটি ঘূর্ণাবর্ত। আর সেই ঘূর্ণাবর্তের জেরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের ওপরে নতুন করে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে। ২৬ তারিখ অর্থাৎ রবিবার নাগাদ ওড়িশা উপকূল ও পশ্চিম উপকূলের কাছাকাছি চলে আসবে এই ঘূর্ণাবর্ত। এর প্রভাবে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে।

আলিপুর আবহাওয়া অফিসের সহ-অধিকর্তা গণেশ দাস জানিয়েছেন, বর্ষার সময় এই ধরনের ছোট ছোট ঘূর্ণাবর্ত তৈরি হতে থাকে সমুদ্রের উপর। সেপ্টেম্বর মাস হলেও মৌসুমী অক্ষরেখা এখনও সক্রিয় রয়েছে রাজ্যে। তার প্রভাবেই ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে এবং বৃষ্টিপাত হচ্ছে। এই মুহূর্তে নিম্নচাপ রয়েছে সংলগ্ন পশ্চিমবঙ্গ ও ওড়িশার উপরে। নিম্নচাপ খড়্গপুরের কাছাকাছি জায়গায় অবস্থান করছে। আগামী ২৪ ঘণ্টায় সেটি ওড়িশা, ঝাড়খণ্ডের দিকে অগ্রসর হবে। এই নিম্নচাপ যত উত্তর ওড়িশা এবং ঝাড়খণ্ডের থেকে অগ্রসর হবে তত এর প্রভাব কমবে আমাদের রাজ্যে। বুধবার পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রামে ভারী বৃষ্টিপাত হবে।

কলকাতায় এই নিম্নচাপের প্রভাব কেটে গিয়েছে। বুধবার কলকাতায় আকাশ মেঘলা থাকবে। কলকাতায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। তবে পরশু থেকে তাপমাত্রা ফের ঊর্ধ্বমুখী হবে। দিনের তাপমাত্রা বাড়বে। আগামী ২৪ ও ২৫ তারিখ পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পাবে। তার সঙ্গেই গরমের অনুভূতিও বাড়বে।

আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিন কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বোচ্চ ৯৮ শতাংশ ৷ গত ২৪ ঘণ্টায় কলকাতায় বৃষ্টিপাত হয়েছে ৮৪.৯ মিলিমিটার।

তবে সোমবার থেকেই জলমগ্ন শহরের বিভিন্ন প্রান্ত। মঙ্গলবার বৃষ্টি একটু কমলেও কয়েকটি এলাকা থেকে এখনও নামেনি জল। সেন্ট্রাল অ্যাভিনিউয়ের বিভিন্ন অংশ বুধবারও জলমগ্ন। রবীন্দ্র সরণি, মহাত্মা গাঁধী রোড এবং কলাকার স্ট্রিটের সংযোগস্থল, মুক্তারামবাবু স্ট্রিট, বিবি গাঙ্গুলি স্ট্রিটের ঘণ্টেশ্বর মন্দিরের কাছে, বিধান সরণির উপর ঠনঠনিয়া কালীবাড়ি এবং আমহার্স্ট স্ট্রিটের কয়েকটি এলাকায় এখনও জল জমে রয়েছে। উত্তর কলকাতার বিভিন্ন অলিগলি জলের তলায়। কাঁকুরগাছি এবং পাতিপুকুর আন্ডারপাসে জল জমে থাকায় যানচলাচলে সমস্যা হচ্ছে।

পাশাপাশি দক্ষিণ কলকাতায় জল কমলেও এখনও বিভিন্ন রাস্তায় জমে আছে জল। প্রিটোরিয়া স্ট্রিট, গড়িয়াহাট রোডের কিছু অংশ, গড়িয়াহাট আইটিআই রোডের সামনেও জমে রয়েছে জল। বন্ডেল রোড, লেক গার্ডেন্সের বেশ কিছু এলাকা এখনও জলের তলায়। এ ছাড়া একবালপুর, খিদিররপুর এবং বেহালার কিছু অংশে এখনও জল জমে রয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version