কলকাতা ব্যুরো: এর নাম বাঘের ঘরে ঘোগের বাসা। স্বাস্থ্যমন্ত্রকে করোনার হানা। তাও যাঁকে তাঁকে নয়, করোনা ভাইরাস ছুঁয়ে ফেলেছে খোদ কেন্দ্রীয় স্বাস্থ্য সচিবকে। এই সচিবকে আপনারা সবাই দেখেছেন। নাম বললেই মনে পড়বে। নাম লব আগরওয়াল।
করোনা সংক্রমণ ছড়ানো শুরু হওয়ার প্রথমদিকে টানা কয়েক সপ্তাহ রোজ টিভি ক্যামেরার সামনে বসে সাংবাদিক বৈঠক করতেন। অত্যন্ত সুদর্শন, স্মার্ট যুবক। সংক্রমণ, মৃত্যুর পরিসংখ্যান দেওয়ার পর নানা যুক্তিজালে বুঝিয়ে বলতেন, “স্থিতি কাফি নিয়ন্ত্রণ মে হ্যায়!”
শুক্রবার তিনি টুইটে জানিয়েছেন, তা্ঁর করোনা টেস্টের রেজাল্ট পজিটিভ এসেছে। নিজেই জানিয়েছেন, গাইডলাইন মেনে হোম আইসোলেশনে থাকার প্রস্তুতি নিয়ে ফেলেছেন। তাঁর সমস্ত বন্ধু ও সহকর্মীদের নিজেদের শারীরিক অবস্থার ওপর নজর রাখতে অনুরোধ করেছেন স্বাস্থ্য সচিব।
জানিয়েছেন, স্বাস্থ্যমন্ত্রক শনাক্ত করবে তাঁর সংস্পর্শে কারা কারা এসেছেন। তবে তিনি আশা প্রকাশ করেছেন, খুব শিগগির সবার সঙ্গে তাঁর দেখা হবে। আমরাও চাই, খুব তাড়াতাড়ি সুস্থ হোন লব আগরওয়াল।

Share.
Leave A Reply

Exit mobile version