কলকাতা ব্যুরো : ব্যয় সংকোচের জন্য সরকারি চাকরিতে কোপ পড়বে না। এই মর্মে একটি টুইট করতে বাধ্য হলো কেন্দ্রিয় অর্থ মন্ত্রক। শুক্রবার হিসাব বিভাগ ব্যয় সংকোচের ইঙ্গিত দিতেই জল্পনা শুরু হয়। জল্পনা আরো তুঙ্গে ওঠে এই বিষয় রাহুল গান্ধীর একটি টুইট কে কেন্দ্র করে। শেষমেষ কেন্দ্রীয় অর্থ মন্ত্রক তড়িঘড়ি টুইট করে জানায় তাদের এই রকম কোনো পরিকল্পনা নেই।

অর্থ মন্ত্রকের টুইট বার্তায় বলা হয় ৪ সেপ্টেম্বর হিসেব বিভাগের তরফে যে নোটিশ দেওয়া হয় তাতে অভ্যন্তরীণ কিছু রদবদলের কথা বলা হয়েছে। নিয়োগ রদের কোনো সম্পর্ক নেই এর সঙ্গে। আরো জানানো হয় সরকারি পদে নিয়োগের ব্যাপারে কোনো কাটছাঁট হচ্ছে না। স্টাফ সিলেকশন কমিশন, রেলওয়ে বোর্ড বা ইউ পি এস সি যে নিয়োগ করে থাকে তা অক্ষুণ্ণ থাকবে।

Share.
Leave A Reply

Exit mobile version