কলকাতা ব্যুরো: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে ফের আইনশৃঙ্খলা এবং গণতান্ত্রিক পরিবেশ নিয়ে রাজ্যকে খোঁচা দিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। রাজ্যপালের দাবি, তুষ্টিকরণের রাজনীতি বাংলার ভবিষ্যৎকে সংকটের মুখে দাঁড় করিয়েছে। ধনকড়ের মন্তব্যের পালটা এসেছে তৃণমূলের তরফেও।

এদিন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকীর অনুষ্ঠানে গিয়ে রাজ্যপাল বলেন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় দেশভাগের চক্রান্তকে প্রতিহত করেছিলেন। কিন্তু আজ বাংলার ভাগ্যাকাশে ফের সংকটের কালো মেঘ। তুষ্টিকরণের রাজনীতি গণতন্ত্রের জন্য বিপজ্জনক। ভারতের সংবিধান নিরপেক্ষ এবং সবার সমান অধিকার নিশ্চিত করে। ন্যায়বিচারের কথা বলে। কেন্দ্রীয় সরকার সেই নীতি মানলেও এরাজ্যে গণতন্ত্র বিপন্ন।

এরপর সুর আরও চড়িয়ে জগদীপ ধনকড়ের বক্তব্য, বাংলার মাটিতে গণতন্ত্রকে কোনওভাবেই শেষ নিঃশ্বাস ফেলতে দেব না। বাংলার মানুষকে বলছি, প্রতিবাদ করুন। বুদ্ধিজীবীদের বলছি, প্রতিবাদ করুন। বস্তুত, বাংলার বুদ্ধিজীবীদের নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

তবে জগদীপ ধনকড়ের এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া এসেছে তৃণমূলের তরফে। বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, রাজ্যপালের ভূমিকা দুর্ভাগ্যজনক। রাজ্যপালকে রাজ্যপালের মতো কাজ করতে হবে। উনি রাজনৈতিক ব্যক্তিত্বের মতো কাজ করছেন। এর আগে বাংলায় অনেক রাজ্যপাল এসেছেন। কেউ এভাবে কথা বলেননি।

সাংসদ শান্তনু সেন আবার সরাসরি রাজ্যপালের অপসারণের দাবি করেছেন। তাঁর বক্তব্য, রাজ্যপাল বিজেপির তল্পিবাহকে পরিণত হয়েছে। বিজেপি নেতার ভূমিকায়, বিজেপি নেতার মতো কথা বলছেন। আমরা প্রধানমন্ত্রীর কাছে আরজি জানাব, এই ধরণের অগণতান্ত্রিক রাজ্যপালকে অপসারণ করুন।

Share.
Leave A Reply

Exit mobile version