কলকাতা ব্যুরো : জানুয়ারি মাস থেকে রাজ্যের সরকারি কর্মচারী ও স্কুল শিক্ষকদের ৩ শতাংশ ডি এ বাড়ানো হবে বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ নবান্নে এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রীর ঘোষণা করেন জানুয়ারি মাস থেকে সরকারি কর্মচারীরা ৩ পার্সেন্ট ডিএ পাবেন। তিনি বলেন প্রত্যেক বছরই এই সময়টায় সরকারি কর্মচারীদের ডিএ বাড়ানো হয় এবং এই বছর তার ব্যতিক্রম হবে না।

এর আগে সরকারি কর্মচারীদের পে কমিশন দেওয়া হয়েছিল। পে-কমিশন দিতে গিয়ে সরকারি কোষাগার থেকে প্রচুর টাকা সরকারের খরচ হয়েছে। এদিকে মমতা বন্দোপাধ্যায়ের ৩ শতাংশ দিয়ে দেওয়াকে কটাক্ষ করেছেন বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন উনি “প্রতিশ্রুতি দিদি”। জানুয়ারি মাসে সরকার থাকবে কিনা তার ঠিক নেই। কিন্তু উনি ডিএ ঘোষণা করে দিলেন।

এছাড়াও দীলিপবাবু জানান যে সরকারি কর্মচারীদের চার বছরের ডি এ বাকি আছে। সে সম্পর্কে কোনো উচ্চবাচ্য করলেন না মুখ্যমন্ত্রী। আজ সাড়ে ৯ লক্ষ স্কুল ছাত্র-ছাত্রীদের একটি করে ট্যাব দেবার ও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান এখন সবাই প্রায় অনলাইনে পড়াশোনা করছে। যাদের ফোন কেনার ক্ষমতা নেই তাদের জন্য এই ট্যাবের ব্যবস্থা করবে রাজ্য সরকার। এই ট্যাবের মাধ্যমে তারা অনলাইনে পড়াশোনা করতে পারবে। স্কুলগুলিতে একটি করে কম্পিউটার দেওয়ার কথা রাজ্য সরকার থেকে ঘোষণা করা হয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version