কলকাতা ব্যুরো: করোনাকালে হস্তিজগতে নতুনের আগমন। গোরুমারা জাতীয় উদ্যান এলাকায় শনিবার ভোরে জন্ম হল এক হস্তিশাবকের। মর্দা শাবকটিকে জন্ম দিয়েছে কুনকি মাদি মোতিরানি।

(ছবি সৌজন্যে- বনদপ্তর)

শনিবার ভোর সাড়ে চারটা নাগাদ গোরুমারা বিটে সন্তানের জন্ম দেয় সে। এর আগে ওই জাতীয় উদ্যানের মেদলা বিটে কর্মরত ছিল মোতিরানি। প্রসবে যাতে অসুবিধা না হয়, সেজন্য ওকে গোরুমারা বিটে আনা হয়েছিল। নবজাতকের জন্মদাতা বাবার নাম কিরনরাজ। সেও বন দপ্তরের কুনকি। কর্মরত আছে গোরুমারা জাতীয় উদ্যানেই।

সদ্য নিযুক্ত রাজ্যের প্রধান মুখ্য বনপাল (বন্যপ্রাণ) বিনোদকুমার যাদব জানিয়েছেন, বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় এখন উত্তরবঙ্গে আছেন। তিনি আজকেই গোরুমারায় এসে নবজাতকের নামকরণ করবেন।

Share.
Leave A Reply

Exit mobile version