কলকাতা ব্যুরো : এতদিন পর্যন্ত ভরসা ছিল গুগল ফটো অ্যাপ এ। স্মার্ট ফোনের স্টোরেজ শেষ কিন্তু গুগল ফটোস সেই ছবি আপনার জন্য রেখে দিত। যত্ন করে ছবি ও ভিডিও বিনামূল্যে সেখানে রাখা যেত। কিন্তু এবার থেকে সেই উপায় আর থাকছে না। কারণ ২০২১ সালের জুন মাস থেকে গুগল ফটোস অ্যাপ এ রেখে দেওয়া ছবি ভিডিও পরিমাণ ১৫ জিবি পেরিয়ে গেলেই আপনাকে স্টোরেজ স্পেস কিনতে হবে। গুগল ফটো সার্চ এর পক্ষ থেকে প্রত্যেক ব্যবহারকারীকে মেইল করে ইতিমধ্যেই এই খবর জানিয়ে দেওয়া হয়েছে। বলা হয়েছে আগামী পয়লা জুন থেকে সেভ করা ছবি ভিডিওর যা সাইজ হবে তা ১৫ জিবি স্টোরেজ থেকে বাদ যাবে। তবে ওই তারিখের আগে পর্যন্ত ব্যাকআপ নেওয়া ছবি ভিডিওগুলোকে এই হিসাবের মধ্যে আনা হচ্ছে না।
গুগল ফটোস এর তরফ থেকে বলা হয়েছে ঠিক যেভাবে জিমেইল বা গুগল ড্রাইভ এর জন্য অতিরিক্ত স্টোরেজ কিনতে হয় এ ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে। ২০২১ সালের জুন মাসে একটি নতুন স্তরেজ ম্যানেজমেন্ট নিয়ে আসছে গুগল। এই টুল দিয়ে সহজে অস্পষ্ট বা ঝাপসা ছবি এবং ভিডিও দ্রুত চিহ্নিত করে সেগুলো অ্যাকাউন্ট থেকে ডিলিট করে দিতে পারবেন ব্যবহারকারীরা।