কলকাতা ব্যুরো: সোনা পাচার বেড়েছে উত্তরবঙ্গে। শনিবার জলপাইগুড়ির নাগরাকাটা থানার পুলিশ প্রায় চার কোটি টাকার সোনা আটক করেছে। গ্রেপ্তার করা হয়েছে তিন জনকে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নাগরাকাটা বাঁ তা বাড়ি থেকে একটি টাটা জেন গাড়ি আটক করা হয়। ওই গাড়িতে তল্লাশি চালিয়ে, একটি ব্যাগের মধ্যে আট কেজি ৩০০ গ্রাম সোনা উদ্ধার করা হয়। গাড়িতে থাকা তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা গৌহাটি থেকে বিহারের দিকে যাচ্ছিল।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এর আগেও একাধিকবার সোনা ধরা পড়েছে। মূলত মায়ানমার ও চিন সীমান্ত থেকে মনিপুর হয়ে এদেশে সোনা পাচার করছে আন্তর্জাতিক একটি চক্র। কয়েকদিন আগে শিলিগুড়ি থেকে ডিএআরআই বিপুল পরিমাণ সোনা বাজেয়াপ্ত করে।