কলকাতা ব্যুরো: রবিবার রামনবমী। সকাল থেকেই দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠ মন্দিরে ভক্তদের সমাগম চোখে পড়ার মতো। রবিবার একসঙ্গে ২০০০ কুমারীকে মাতৃরূপে পূজা করলেন মন্দির কর্তৃপক্ষ। সকাল থেকে মানুষের ঢল নেমেছিল মন্দির প্রাঙ্গণে। কথিত রয়েছে, অন্নদা ঠাকুরকে স্বপ্নে মা আদেশ দিয়েছিলেন আদ্যাপীঠে মাতৃরূপে তিনি পুজো নেবেন। সেই থেকেই এই পুজোর শুরু।

আজ থেকে একশো আট বছর আগে ২৮ জন কুমারী নিয়ে প্রথম কুমারী পূজা শুরু হয় এই মন্দিরে। আজ সেই সংখ্যা বাড়তে বাড়তে দুই হাজারের উপরে কুমারী পুজো পেয়ে থাকে দূর-দূরান্ত থেকে মানুষ আগ্রহ সহকারে পুজো দিতে আসেন। মায়েরা মাতৃরূপে পুজো করেন কুমারীদের। মিষ্টি ফুল দিয়ে পুজো করা হয় কুমারীদের। ভগবান শ্রী শ্রী রামচন্দ্রের জন্মদিন হিসেবে দেখা হয় এই তিথিকে।

রামচন্দ্রকে শ্রী কৃষ্ণের সপ্তম অবতার হিসেবে দেখা হয়। চৈত্র মাসের শুক্ল নবমী তিথিতে পালিত হয় এই উৎসব। চৈত্র মাসের নবরাত্রির নবম দিনে রামনবমী উদযাপিত হয়। এবার রামনবমী পালিত হচ্ছে ১০ এপ্রিল ২০২২, রবিবার। এই দিনে মা দুর্গার নবম রূপ মা সিদ্ধিদাত্রীর পুজো করা হয়। এই দিনে লোকেরা ছোট ছোট মেয়েদের ভোজন করিয়ে ব্রত-উপবাস ভঙ্গ করেন।

Share.
Leave A Reply

Exit mobile version