কলকাতা ব্যুরো: জাল নথি দিয়ে মোবাইলের সিম কার্ড তোলার একটি বড়সড় চক্রের হদিস মিলেছে কলকাতায়। এর আগে মূলত বাংলাদেশ সীমান্তবর্তী জেলা মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনার মত এলাকায় এমন জাল নথি দিয়ে সিম তোলার চক্রের সন্ধান পাওয়া গিয়েছিল।
কিন্তু এবার কলকাতার বুকে একটি টেলিকম সার্ভিস প্রোভাইডার সংস্থা তাদের সংস্থার সিম কার্ড জাল নথি দিয়ে তোলার অভিযোগে ডিলারদের বিরুদ্ধে কলকাতা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে।
অভিযোগে দেখা যাচ্ছে, কোন ডিলার একজনের ছবি দিয়ে ৫০০ ফর্মে ভরে পৃথক পৃথকভাবে সিম কার্ড ইস্যু করে দিয়েছেন. বহু ডিলার নথির কোন পরোয়া না করেই, একটি এড্রেস প্রুফ এবং ছবির বিনিময় বহু সিম বিক্রি করেছেন বলে অডিটে ধরা পড়েছে। ওই সংস্থার তরফে এর পরেই তড়িঘড়ি সংস্থা কলকাতা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে। পাশাপাশি ভুয়ো নথি দিয়ে সিম তোলা নম্বর গুলো ব্লক করে দিয়েছে।