কলকাতা ব্যুরো : আনাজ এর দাম নিয়ে মধ্যবিত্ত অতিষ্ঠ। এবার বাড়ল রান্নার গ্যাসের দাম। এক লাফে ৫০ টাকা। তেল সংস্থাগুলি দুদিন আগে জানিয়েছিল ১৫ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম ডিসেম্বরে বাড়লেও অপরিবর্তিত থাকছে ১৪.২ কেজির সিলিন্ডারের দাম। কিন্তু বুধবার থেকে ১৪.২ কেজি সিলিন্ডারের দাম বাড়লো। কলকাতায় সিলিন্ডারের নতুন দাম গুনতে হবে ৬৭০ টাকা ৫০ পয়সা। মঙ্গলবার মাঝরাতে তেল সংস্থাগুলি ডিস্ট্রিবিউটরদের একথা জানিয়ে দিয়েছে। অনেকেই প্রশ্ন করেছেন হঠাৎ এত দ্রুত কেনো সিদ্ধান্ত বদল হলো এবং কেন মাঝরাতে বার্তা দিতে হলো কেনো ?

উল্লেখ্য বিহার ও কাশ্মীরের ভোটের সঙ্গে এর কোনো যোগ রয়েছে কিনা এ নিয়েও চর্চা চলছে। অন্যদিকে পেট্রোল-ডিজেলের আবার দাম বাড়ছে। সব মিলিয়ে করোনা সংকটের মধ্যে বছরের শেষে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে উঠেছে। শীতে এলপিজি চাহিদা বাড়ায় বিশ্ববাজারে রান্নার গ্যাসের দাম বেড়েছে। বেশ কিছুদিন ধরেই আগে ভারতীয় দাম বৃদ্ধির প্রস্তাব উঠলেও তা করা হয়নি। অনেকের মতে কাশ্মীর এবং বিহারের ভোটের সময় দাম বাড়লে তার বিরূপ প্রতিক্রিয়া পড়ত। এখন সেই প্রস্তাবে ছাড়পত্র দিতে কেন্দ্রের কোনো অসুবিধে নেই। তবে দাম বাড়লেও প্রয়োজনের চেয়ে কম বেড়েছে বলে তেল সংস্থাগুলি দাবি করেছে।

কেন্দ্র সংস্থা যাই যুক্তি দিক না কেন বেহাল দশার মধ্যে সাধারণ মানুষের দুর্ভোগ বৃদ্ধি নিয়ে চিন্তিত সবাই। বছর দেড়েক ধরে ভর্তুকির ১৪.২ কেজি সিলিন্ডারের দাম ধাপে ধাপে কেন্দ্র এতটাই বাড়িয়েছে যে অধিকাংশ জায়গায় আর ভর্তুকি মিলছে না। যেখানে যেখানে ভর্তুকি মিলছে তা খুবই কম। তেল মন্ত্রকের তথ্য জানান দিচ্ছে গত বছর জুলাই এর তুলনায় এবছর জুলাইয়ে ভর্তুকিযুক্ত সিলিন্ডারের দাম ৪৯৪.৩৫ টাকা থেকে বেড়ে ৫৯৪ টাকা এসে দাঁড়িয়েছে। সরকারি সূত্রের খবর দাম বাড়িয়ে ভর্তুকি কমানোয় সরকারের প্রায় ২২ হাজার কোটি সাশ্রয় হবে।

লকডাউনের ঠিক পরপরই কেন্দ্র সরকার ৪ কোটি পরিবার এর জন্য প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় বিনামূল্যে সিলিন্ডারের ঘোষণা করেছিল। এখন প্রায় ১৮ কোটি পরিবার রান্নার গ্যাসের ভর্তুকি থেকে বঞ্চিত। ভর্তুকি বাড়িয়ে কেন সরকার সাধারণ মানুষের জন্য সুরাহার বন্দোবস্ত করছে না সে প্রশ্ন বারবার তুলেছিলেন বিরোধীরা।

Share.
Leave A Reply

Exit mobile version